Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

জাপানের ডিজনিল্যান্ডের প্রদর্শনীর ভিডিও শেয়ার চন্দননগরের আলোর সাজ বলে

বুম যাচাই করে দেখেছে বাহারি বৈদ্যুতিন আলোর প্রদর্শনীটি আসলে টোকিওর ডিজনিল্যান্ডের।

By - Sk Badiruddin | 5 Nov 2019 12:52 PM GMT

ফেসবুকে টোকিওর বাহারি বৈদ্যুতিন আলোর প্রদর্শনীর ভিডিও শেয়ার করে মিথ্যে দাবি করা হয়েছে সেটি চন্দনগরের। ভিডিওটি এমন সময় শেয়ার করা হচ্ছে যখন এই শহর মেতে উঠেছে জগদ্ধাত্রী পুজোর আরাধনাতে।

আর চন্দনগরের আলোকসজ্জার স্বকীয় খ্যাতি থাকায় অনেকেই ওই ভিডিওটিকে আসলে চন্দনগরের আলোর কেরামতি বলে ভুল করছেন।

ভাইরাল হওয়া ৫ মিনিটি ৮ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে বাহারি আলোর সজ্জায় রূপকথার পরীরা যেন ভেসে যাচ্ছেন। না না কল্প বাহন, এমনকি মানুষের গায়েও রয়েছে সেই ঝলমলে আলোর সাজ। তারা একটি পথ ধরে হাঁটছেন। বাহনগুলিও ওই আলোর বাহারে এগিয়ে এসে চলে যাচ্ছেন। দেখা মেলে কয়েকটি ডিজনির কার্টুনের চরিত্রদের। সঙ্গে বাজতে শোনা যায় বিশেষ গানের সুর।

পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘যে জন্য চন্দন নগর জগত বিখ্যাত......Lighting’’

ফেসবুক পোস্টটির স্ক্রিনশট।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৪,৭০০ জন দেখেছে এই ভিডিওটি। ভিডিওটি শেয়ার করেছে ১৬১ জন ও লাইক করেছে ১৬৮ জন।

পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে

ভিডিওটি নীচে দেওয়া হল।

ভাইরাল হওয়া ভিডিওটি।

ভিডিওটি একই বয়ানে আগের বছরও ফেসবুকে ভাইরাল হয়েছিল। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে

তথ্য যাচাই

বুম এই ভিডিওটির ১ মিনিট ৫০ সেকেন্ড সময়ে ‘ড্রিম লাইটস’ লেখা দেখতে পায়।

ইউটিউবে ওই শব্দগুলি সার্চ করে বুম জানতে পারে এটি টোকিওর ডিজনিল্যান্ডের ড্রিম প্যারাডের ছবি। ভিডিওটির ১ মিনিট ৫৪ সেকেন্ড সময়ে দেখা যায় সেই লেখার অর্ধেক অংশ।

টোকিও ডিজনিল্যান্ডে এই আলোর শো এর আয়োজন হয় নিয়মিত। এই শো-এর সময়ের ব্যাপারে বিস্তারিত জানা যাবে টোকিও ডিজনির ওয়েবসাইটে। এই শো এর গান মূলত একই ধরনের। বিশেষ অবস্থায় বদল করা হয়।

এই শো প্রসঙ্গে টোকিও ডিজনিল্যান্ডের ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে।

টোকিও ডিজনিল্যান্ডের ওয়েবসাইট।

ইউটিউবে ‘টোকিও ডিজনিল্যান্ড ইলেকট্রিক্যাল প্যারাড ড্রিমলাইটস’ লিখে সার্চ করলে ওই ডিজনি শো এর নানা ভিডিও দেখা যায়।

বুম ২০১৭ সালের ৩ মে মাসে আপলোড হওয়া ওই অনুষ্ঠানের একই ধরনের একটি অন্য ভিডিও খুঁজে পেয়েছে। যার নেপথ্য গানের সুরের সঙ্গে মিল রয়েছে ভাইরাল হওয়া ভিডিওটির। ভিডিওটি নীচে দেখুন। ১ মিনিট ১৫ সেকেন্ড সময়ের পর থেকে মিল খুঁজে পাওয়া যায় ভাইরাল ভিডিওটির দৃশ্য ও নেপথ্য গানের সুরের।

Full View

আরও পড়ুন: তুরিস্কের গালাটা টাওয়ারের আলোকসজ্জার ভিডিও শেয়ার হল চন্দননগরের আলো বলে

Related Stories