Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

KIFFএ কেবল মমতা ব্যানার্জীর পোস্টার নেই

বিশিষ্ট অভিনেতা এবং পরিচালকদের পোস্টার এবং ফটোগ্রাফ আছে

By - Swasti Chatterjee | 16 Nov 2018 2:34 PM GMT

  ক্লেম্‌: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (কেআইএফএফ) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি মেম পোস্টার ক্লেম্‌ করে যে এই উৎসব শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পোস্টার প্রদর্শন করছে।   সত্য: 
নন্দনের প্রবেশদ্বার মমতা ব্যানার্জীর দুটি বড় পোস্টার রয়েছে, বাকি জায়গায় সুচিত্রা সেন, উত্তম কুমার এবং সত্যজিৎ রায়ের পোস্টার রয়েছে, যা মেমের দাবির বিপরীতে।   কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (কেআইএফএফ)এটি ২4 তম বছর. সোমবার সকাল থেকে একটি মেম অভিযোগ করেছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পোস্টারে প্রাঙ্গন ছয়লাপ. চলচ্চিত্র উত্সবটিকে গুরুত্ব না দিয়ে রাজনৈতিক মতামত অধিক গুরুত্ব পেয়েছ.   বরং এর পরিবর্তে প্রাঙ্গনে শোভা পায় সিনেমার উল্লেখযোগ্য ব্যক্তির পোস্টার।   'বেঙ্গল হিন্দু সম্প্রদায়' নামক একটি ফেসবুক গ্রুপ মেম শেয়ার করছে. এই সাংস্কৃতিক উত্সবের চেতনা চুরির অভিযোগে মমতা ব্যানার্জী অভিযুক্ত। ফেসবুকে 300 বার শেয়ার করা হয়েছে মেমটি। মমতা ব্যানার্জিকে অভিনেত্রী বলা হয়। মেমে এক বাঙালি সংবাদপত্র থেকে ছবি এবং ক্যাপশন ব্যবহার করে। “কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সত্যজিৎ রায়, সুচিত্রা সেন এবং উত্তম কুমারের কোন ছবি নেই তবে শুধুমাত্র মমতা ব্যানার্জি - তিনি কেবল বাংলার একমাত্র পরিচালক এবং অভিনেত্রী।“ মেমে এর ক্যাপশন ছিল।   যখন BOOM উৎসবের আয়োজকদের সাথে যোগাযোগ করে, তখন তারা নন্দন প্রাঙ্গনে মমতা ব্যানার্জির পোস্টার থাকার বিষয়ে দৃঢ়ভাবে অস্বীকার করে। আয়োজক বলেন, "এটি নন্দনের প্রবেশদ্বার মাত্র। চলচ্চিত্রের পোস্টার রয়েছে, অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতাদের জায়গাগুলোতে প্রচুর পরিমাণে পোস্টার আছে এবং কোন ভাবেই মনে হচ্ছে না যে দিদির পোস্টার বেশিরভাগই। "   এই বছরে উত্সবে একটি নিয়মিত পরিদর্শক তার ভাবমূর্তি প্রকাশ করে, "এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি অনুষ্ঠান, এবং প্রায় চারপাশে মমতা ব্যানার্জীর পোস্টার রয়েছে।" সংগঠকরা অন্যান্য আন্তর্জাতিক অভিনেতাদের পোস্টার প্রদর্শন অনুষ্ঠান থেকেও BOOM কে ছবি পাঠিয়েছেন। এটি উত্সবের ফেসবুক পৃষ্ঠায় আপলোড করা ছবিগুলিতেও দেখা যায়।

Related Stories