Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

না, এটি আফ্রিকার মোজাম্বিকের কোনও আশ্চর্য জলধারা নয়

বুম খুঁজে দেখেছে এটি আকাশ থেকে পড়া আশ্চর্য কোনও জলের ধারা নয়। সাধারণ একটি উষ্ণপ্রস্রবণে অথবা পাইপে ফাটলের ফলে এরকম স্তম্ভাকার জলধারা সৃষ্টি হতে পারে।

By - Sk Badiruddin | 4 Sep 2019 7:51 AM GMT

ফেসবুকে একটি উষ্ণপ্রস্রবণ বা পাইপে ফাটলের স্তম্ভাকার জলধারার ভিডিও শেয়ার করে ভুয়ো দাবি করা হয়েছে সেটি আফ্রিকার মোজাম্বিকের এক গ্রামের পাশে মেঘ থেকে জলপ্রপাতের মত মাটিতে নেমে আসা জলের ধারা। পোস্টটির আরও দাবি, দেড় ঘন্টার ওই ঘটনায় মাটিতে জল পড়ার পর সমস্ত জল‌ই মাটি শুষে নেয়। সামান্য জল‌ও চলকে বা গড়িয়ে কোনও দিকে যায়নি।

এক মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে আকাশের মেঘ থেকে জলপ্রপাতের মত একটি জলের ধারা নেমে আসেছে। এবং ওই জল ধারা মাটিতে মিশে যাচ্ছে। চারপাশে অনেকজন ভীড় করে সেটি দেখছে।

পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে

বুমের হেল্পলাইন (৭৭০০৯০৬১১১)-এ এই ভিডিওটি একজন পাঠক প্রেরণ করেছেন। তিনি জানতে চেয়েছেন সেটি মেঘ থেকে জলপ্রপাতের মত মাটিতে নেমে আসা জলধারা কীনা।

বুম কে পাঠানো মেসেজটিতে লেখা হয়েছে, ‘‘প্রকৃতির কি অপরূপ খেয়াল ------------

আফ্রিকার মোজাম্বিকের এক গ্রামের পাশে মেঘ থেকে জলপ্রপাতের মত জল একটা ধারায় মাটিতে নেমে আসে এবং সমস্ত জল‌ই মাটিতে শুষে নেয়। সামান্য জল‌ও ছলকে বা গড়িয়ে কোন দিকে যায়নি। ঐ রকম ধারায় প্রায় দেড় ঘণ্টা ধরে জল পড়েছিল।’’

বুমের হেল্পলাইনে আসা হোয়াটসঅ্যাপ মেসেজটি।

ভিডিওটি নীচে দেওয়া হল।

হোয়াটসঅ্যাপে ফরোয়ার্ড হওয়া ভিডিওটি।

তথ্য যাচাই

বুম যাচাই করে দেখেছে এটি আফ্রিকার মোজাম্বিকের কোনও গ্রামের ঘটনা নয়। বরং, ইন্টারনেটে ছড়ানো জনপ্রিয় গুজব গুলির মধ্যে অন্যতম।

এটি একটি সাধারণ উষ্ণপ্রস্রবণের ধারা অথবা পাইপে ফাটলের ফলে জল নির্গত হয়ে থাকতে পারে। যেখানে চলকে চলকে ওই ধারা আকাশে উঠছে।

ভালো করে খেয়াল করলে এই জলধারা যে নীচে থেকে উঠছে তা বোঝা যায়। জল ও আকেশের রঙ এক হওয়ায় দৃষ্টিভ্রম ঘটে। ভালো করে লক্ষ করলে জলের ১ মিনিট ১৭ সময় এ স্তম্ভটির ওঠানামা লক্ষ করা য়ায়।

জলস্তম্ভটির শীর্ষের ওঠানামা লক্ষ করা যায়।

‌‘ওয়াটার ফ্লোস ফ্রম স্কাই’ লিখে ইউটিউবে সার্চ করলে ‘ওয়াটার পোরিং ফ্রম স্কাই’, ‘স্ট্রেঞ্জ রেনফল ইন ট্যাঙ্গো’, 'আফ্রিকার ঘটনা' প্রভৃতি নামে ওই একই ভিডিওর হদিস মেলে। ৩ বছরের পুরনো সেগুলি।

Full View

৩ বছর আগের ভিডিও।

ঘানার এ্যাকোসোম্বোর রাস্তা ফেটে যাওয়ায় উচ্চচাপে এমনভাবে জল নির্গত হয়েছিল একবার। বুমের পাঠকদের বোঝার সুবিধার্থে স্তম্ভাকার জলধারার ওই ভিডিওটি দেওয়া হল।

Full View
অন্য কোন থেকে তোলা এ্যাকোসোম্বোর রাস্তা ফেটে যাওয়ায় উচ্চচাপে জল নির্গত হওয়ার ভিডিও।

২০১৬ সালে ওই একই ভিডিও ভাইরাল হয়েছিল। তখন ভুঁয়ো দাবি করা হয়েছিল আকাশের এক জায়গা থেকে ট্যাঙ্গো-তে বৃষ্টি হচ্ছে। আবার কেউ কেউ বলে এটি ইন্দোনেশিয়া, চিন কিংবা ভিয়েতনামের ঘটনা। সেসময় একই ভিডিও ঘিরে ছড়ানো বিভ্রান্তিমূলক দাবিগুলি স্নোপস খন্ডন করে।

Related Stories