Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ছবিতে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো মহিলাটি ভারতীয় পাইলট অভিনন্দনের স্ত্রী নন

ভাইরাল হওয়া এই ফোটোর দাবি, উইং কমান্ডার অভিনন্দনের স্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন l বুম দেখেছে, ছবির মহিলাটি অভিনন্দনের স্ত্রী নন

By - Swasti Chatterjee | 5 March 2019 10:12 AM GMT

নরেন্দ্র মোদীর সঙ্গে দাঁড়ানো এক মহিলা ও তার বাচ্চার ছবি অনলাইনে এই বলে শেয়ার করা হচ্ছে যে, মোদী এখানে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের স্ত্রী ও পুত্রের সঙ্গে ছবি তুলেছেন ।

এই লেখার সময় পর্যন্ত অন্তত ১০ হাজার জন ছবিটি শেয়ার করেছে । সঙ্গে ক্যাপশন—প্রধানমন্ত্রীর সঙ্গে অভিনন্দনের স্ত্রী ও পুত্র ।

নীচে পোস্টটির একটি স্ক্রিনশট এবং এখানে তার আর্কাইভ লিংক দেখে নিতে পারেন ।

তথ্য যাচাই

বুম ফেসবুকের পোস্টটির খোঁজ লাগায় “প্রধানমন্ত্রীর সঙ্গে আমি ও আমার ছেলে” এই শব্দগুলি বসিয়ে এবং একটি পোস্টে জনৈক নিধি খান্ডেলওয়াল নামে একজনের একটি মন্তব্য পায় । নিধির মন্তব্য—“ভাইরাল হওয়া ফোটোটি অভিনন্দনের স্ত্রীর নয়, আমার এক বান্ধবীর” ।

বুম নিধির সঙ্গে যোগাযোগ করেছে এবং তাঁর উত্তর পেলেই রিপোর্টটি পরিমার্জন করা হবে।

আরও খোঁজখবর চালিয়ে আমরা জাহ্নবী দাস নামে একজনের প্রোফাইল পাই, সোশাল মিডিয়ায় যাঁর ছবির সঙ্গে আলোচ্য ভাইরাল ছবিটির মিল আছে ।

বুম শ্রীমতি দাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান যে ছবিটি তাঁরই, তবে পোস্টটি ভুয়ো । সেই সঙ্গে তিনি আমাদের অনুরোধ করেন, ছবিটি সব জায়গা থেকে মুছে দিতে ।

তাঁর কাছে জানতে চাই, তিনি কখনও ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন কিনা । উত্তরে তিনি জানান যে, কখনও কোনও অনলাইনেই তিনি এই ছবি দেননি । শ্রীমতি জাহ্নবী দাস হলেন নির্বাচন পরিচালনা বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরের স্ত্রী ।

বেশ কয়েকটি রিপোর্টে এটাও উল্লেখ করা হয়েছে যে, অভিনন্দনের স্ত্রী হলেন বায়ুসেনার প্রাক্তন স্কোয়াড্রন লিডার তনভি মারওয়াহা । বস্তুত, অভিনন্দনের মুক্তির পর প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন যখন তাঁর সঙ্গে দেখা করেন, সে সময় তনভি দিল্লিতে উপস্থিতও ছিলেন।

নীচের ছবিগুলি থেকেও স্পষ্ট যে ভাইরাল হওয়া ফোটোটির মহিলা অভিনন্দনের স্ত্রী নন ।



তাঁর ফাইটার জেটটি গুলি করে নামানোর পর পাকিস্তানি সেনাদের হাতে দু দিন ধরে বন্দি অভিনন্দন বর্তমানকে “শান্তির পথ প্রশস্ত করতে” মুক্তি দেয় পাক কর্তৃপক্ষ ।

Related Stories