৫ ভুয়ো ফোড়ন: তালিবানের ফাঁসি থেকে উর্দু ফ্লেক্স নিয়ে বিভ্রান্তিকর দাবি
তালিবানের ফাঁসি, পুরনো উর্দু ফ্লেক্স নিয়ে বিভ্রান্তি—ভুয়ো দাবি সহ সোশাল মিডিয়ার সারা সপ্তাহের ৫ ভুয়ো খবর পড়ুন এক ঝলকে।
ভারতীয় গণমাধ্যম আফগানিস্তানের কান্দাহার শহরে হেলিকপ্টার থেকে ঝুলতে থাকা এক ব্যক্তির ভিডিওকে 'মার্কিন দোভাষীকে' বর্বরোচিত পদ্ধতিতে হত্যা করেছে তালিবান এই মিথ্যে দাবি সহ সম্প্রচার করে। বুম দেখে ওই ভিডিওটি আসলে এক সরকারি ভবনে তালিবানের পতাকা লাগানোর চেষ্টা। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: জননাঙ্গের আকারে বোতল বলে এফআইআর দায়ের কোকা-কোলাকে? ব্যঙ্গ পোস্ট ভাইরাল
তালিবানের নিয়ন্ত্রণে হেলিকপ্টার দাবি করে সমাজমাধ্যমে ভাইরাল এক ভিডিওর সত্যতা যাচাই না করে সম্প্রতি ভিডিওটি সম্প্রচার করে বাংলা সংবাদমাধ্যম জি ২৪ ঘন্টা। বুম দেখে ভিডিওটি আসলে লিবিয়ায় হওয়া ২০২০ সালের এক ঘটনা। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: নুসরত জাহানের কোলে সদ্যোজাত ঈশান বলে সোশাল মিডিয়ায় ছড়াল ফোটোশপ ছবি
ভিয়েতনামের এক দোকানে ভয়াবহ আগুন লাগার ভিডিও মালয়েশিয়ার দৃশ্য বলে সোশাল মিডিয়ায় হয়। বুম যাচাই করে দেখে ভিডিওটি ১০ অগস্ট ২০২১ ভিয়েতনামের লিও কাই প্রদেশের সে পা শহরের একটি গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লাগার দৃশ্য। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: ভারতীয় কিশোরী ও তার দাবি নাসার প্যানেলে অন্তর্ভুক্তি: পড়ুন আসল কাহিনী
সোশাল মিডিয়ায় ভাইরাল এক ব্যক্তির মাথায় সেলাইয়ের মর্মান্তিক ছবি শেয়ার করে দাবি করা হয়, ছবিটি ২৮ অগস্ট হরিয়ানায় পুলিশি লাঠিচার্জে আহত এক কৃষক। বুম যাচাই করে দেখে ছবিটি হরিয়ানার একটি গোরক্ষক দলের সদস্য এক তরুণের। ছবিটির সঙ্গে ২০২১ সালের ২৮ আগস্ট কারনালে কৃষকদের উপর হরিয়ানা পুলিশের লাঠিচার্জ করার ঘটনার কোনও সম্পর্ক নেই। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: হরিয়ানায় কৃষকদের ওপর পুলিশি তৎপরতা দাবিতে ভাইরাল শ্রীনগরের পুরনো ছবি
পথ সচেনতার উদ্দেশ্যে কলকাতা পুলিশের উর্দুতে লেখা ২০১৯ সালের প্রচার ফ্লেক্স বোর্ডের ছবি ফের বিভ্রান্তিকর দাবিতে জিইয়ে উঠল। নেটিজেনদের একাংশ ছবিটি পোস্ট করে বিভ্রান্তিকর দাবি করা হয়, সাইন বোর্ডে ইংরেজির পাশে সমান মর্যাদা পাচ্ছে উর্দু ভাষা, কিন্তু বাংলা ভাষাকে সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: 'ইমপিচমেন্ট টাইম'? বাইডেন ও হ্যারিসের ছবি সমেত এই প্রচ্ছদ ভুয়ো