Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ভারতের বিশ্বকাপ খেলার হারে খুলনায় ফিস্ট করতে গিয়ে গ্যাস সিলিন্ডার ফেটে মারা গেছে ভাইরাল খবরটি ভুয়ো

বুম যাচাই করে দেখেছে, ছবিগুলি পুরনো ও সম্পর্কহীন। গত এক সপ্তাহে বাংলাদেশে এরকম কোনও ঘটনা ঘটেনি।

By - Sk Badiruddin | 13 July 2019 2:01 PM GMT

ভারত হারার আনন্দে ফিস্ট করতে গিয়ে গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক বাংলাদেশির এরকম দাবি করা একটি ব্লগের প্রতিবেদন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

প্রতিবেদনটির শিরোনাম লেখা হয়েছে, ‘‘ভারত হারার আনন্দে ফিস্ট করতে গিয়ে গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক বাংলাদেশির: ভারত নিউজ’’

প্রতিবেদনটির স্ক্রিনশট নীচে দেওয়া হল। প্রতিবেদনটি আর্কাইভ করা আছে এখানে

প্রতিবেদনটির স্ক্রিনশট।

এই প্রতিবেদন শেয়ার করা একটি ভাইরাল হওয়া ফেসবুক পোস্টটিতে, এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৩,১০০ জনের বেশি লাইক করেছে এবং ৬০১ জন শেয়ার করেছে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে

ভাইরাল হওয়া ফেসবুক পোস্ট।

তথ্য যাচাই

প্রতিদেনটিতে লেখা হয়েছে, ‘‘আজ রাত ১১ টার সময় ঘটনাটি ঘটেছে বাংলাদেশের খুলনাতে। মৃত ব্যক্তির নাম শেখ মুজিবুর, বয়স ৫৭ বছর।

মুজিবুর বাবু এবং তার কয়েকজন বন্ধু মিলে ভারত সেমিফাইনালে হারার আনন্দে ফিস্ট করছিলেন, মুজিবুর বাবু ছিলেন রান্নার দায়িত্বে। কিন্তু হঠাৎ করে গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মুজিবুর বাবু।’’

ভুয়ো ছবি

প্রতিবেদনটির নীচে লেখা হয়েছে চিত্র সংগ্রহীত। বুম মূল ছবি দুটি শনাক্ত করতে সক্ষম হয়েছে। চানটাল নামে একটি ওয়েবসাইটের ‘ওরেঞ্জ বিয়ার্ড বাংলাদেশ’ নামে দাড়ি সহ মানুষদের ছবির তালিকা থেকে নেওয়া হয়েছে ওই ছবি। ২০১৭ সালে ফটোগ্রাফার চানটাল আইমি এহেরহার্দ তৈরি করেন ওই সংগ্রহ।

ওরেঞ্জ বিয়ার্ড বাংলাদেশ’ সিরিজের ছবি।

ফটোগ্রাফার চানটাল ওই সংগ্রহের তালিকা যেভাবে তৈরি করেছিলেন তার বর্ণনায় লেখা হয়েছে:

"আমি ২০১৭ সালের মার্চ/এপ্রিলে বাংলাদেশে বেড়াতে গিয়েছিলাম বিভিন্ন সংবাদ সংগ্রহের কাজে। আমাকে একটা বিষয় বিস্মিত করেছিল যাদের আমি রাস্তাঘাটে কমলা দাড়ি সহ দেখেছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সাবেক ঢাকায় হাঁটবো। প্রতিটা কমলা দাড়ি সহ ব্যক্তিকে জিঞ্জেস করেছিলাম আমি যাতে তার একটা ছবি তুলতে পারি। আমি যখন তাদের কাছে জানতে চেয়েছিলাম কেন তার চুল রঙ করেছে। বেশিরভাগ জন উত্তর দিয়েছিলেন পায়গম্বর মহাম্মদের নিমিত্তে। বিশ্বাস করা হয় তিনি মেহেন্দি দিয়ে চুল রাঙাতেন। আর কেউ কেউ বলেছিলেন প্রাথমিক কারন, তারা মনে করে এটা সৌন্দর্যের।"

আর আগুন ধরার ছবিটি ফ্লিকারডটকমের বিলটাউন সেন্ড-এর স্ট্যান্ট ম্যানদের ছবি থেকে কেটে নিয়ে জোড়া হয়েছে।

বিলটাউন সেন্ড-এর স্ট্যান্ট ম্যানদের ছবি।

২০০৭ সালে ছবিটি তোলা হয়েছিল। বুম খুঁজে পেয়েছে ছবিটির 'এক্সিফ' তথ্য ফ্লিকার-এ দেওয়া ছবিটির 'মেটা' তথ্যের সঙ্গে মিলে যায়। বুম উভয় ফটোগ্রাফারের সঙ্গে যোগাযোগ করেছে তাদের মতামত পেলে এই প্রতিবেদনটি সংস্কারণ করা হবে।

ভুয়ো তথ্য

প্রতিবেদনটির শেষে সূত্র হিসাবে লেখা হয়েছে ‘বিডিনিউজডটকম’। সেখানের লিঙ্কটি (https://archive.is/o/x21ZE/bd news.com/) ভুয়ো। প্রসঙ্গত বলে রাখি ‘আরকাইভডটইস’ ওয়েবলিঙ্ক স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়। কোনও ফসবুক পোস্ট, টুইট কিংবা প্রতিবেদনের লিঙ্ক সংরক্ষন করা হলে তা ডিলিট করে দিলে থেকে যায় বছরের পর বছর।

বুম ‘খুলানায় গ্যস সিলিন্ডার ফেটে মৃত্যু’ লিখে গুগুলে কিওয়ার্ড সার্চ করলেও সাম্প্রতিক তিনদিনে কোনও গ্যস দুর্ঘটনার খবর খুঁজে পাওয়া যায়নি। খুলনা বাংলাদেশর একটি জেলার নাম। প্রতিবেদনে নেই কোনও নির্দিষ্ট স্থানের (থানা, গ্রাম) উল্লেখ। খুলনায় ঘটা পুরনো তিনটি গ্যাস দুর্ঘটনার প্রতিবেদন পড়া যাবে এখানে, এখানেএখানে

ভুয়ো খবরের আখড়া ভারত নিউজ

ওই প্রতিবেদনের নীচে অনেকেই সূত্রের ওই লিঙ্কটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে অভিযোগ করেছেন ভুয়ো খবর পরিবেশনের। বাকী প্রতিবেদনগুলিতে তথ্যের অসামাঞ্জস্য রয়েছে। বুম আগেও একবার এই ব্লগটি থেকে পোস্ট করা ভুয়ো খবর খন্ডন করেছে। খবরটিতে দাবি করা হয়েছিল ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের দিন পাকিস্তানের পতাকা ওড়ানোর জন্য সারে দেশে ২২৩৫ জনকে নাকি পুলিশ গ্রেফতার করেছে। বুমের খন্ডন করা প্রতিবেদনটি পড়া যাবে এখানে

ব্লগটিতে মন্তব্য।
ব্লগটিতে মন্তব্য।

ভারত নিউজ একটি ব্লগপোস্ট ডট কমের ব্লগ। বুম ‘হুইসডটকম’ নামে একটি ডোমেন রেজিস্ট্রেশন যাচাই করার ওয়াবসাইটের সাহায্য নিয়েছে। ভারত নিউজের কোনও ডোমেন নথিভুক্তকারীর নাম ও স্থান দেওয়া নেই।

প্রতিটি নিউজ ওয়েবসাইটের ফেসবুক পেজে অ্যাবাউটে বিস্তারিত তথ্য দেওয়া থাকে। ভারত নিউজের ফেসবুক পেজটিতে নিউজ ওয়েবসাইটের ক্ষেত্রে যেসব মান্য তথ্য দেওয়া থাকে এরকম কোনও তথ্যের উল্লখ নেই। অথচ ১১৮ জন ফলো ও ১১৯ জন লাইক করেছেন। (প্রতিবেদন লেখার সময় পর্যন্ত)

ভারত নিউজ-এর ফেসবুক পেজে তথ্য়ের অসঙ্গতি। আর্কাইভ লিঙ্ক

বিশ্বকাপ ম্যচে ভারতীয় দলের নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়া হতাশাজনক। এই অনুভূতিকে কাজে লাগিয়ে সোশাল মিডিয়ায় নানা গুজব ছড়ানো হচ্ছে। ধনির উইকেট পতনের পর ভারতীয় ক্যমেরাম্যান কাঁদছেন এরকম ভুয়ো দাবি সহ ছবি ভাইরাল হয়েছে। এব্যাপারে বুমের যাচাই করা প্রতিবেদনটি পড়ুন এখানে

Related Stories