এক সরকারি প্রশাসনিক কর্তার গাড়ির জানলা ধরে সবুজ নাইলনের ব্যাগ হাতে "ঘেউ-ঘেউ" (barking) ডেকে চলেছেন শিক্ষিত এক নীল জামা পরা যুবক। মুহূর্তে ভাইরাল ভিডিও দেখে তাজ্জব দেশবাসী।
খবর পড়তে গিয়ে হাসি মুখে এই ভিডিও দেখে পাঠকের ভিরমি দশা নয় একটুকুও! রেশন কার্ডে বারবার ওঠা ভুল নাম সংশোধনের আর্জি জানিয়ে হয়রান হলেন বাঁকুড়ার (Bankura) যুবক শ্রীকান্তি কুমার দত্ত (Shrikanti Kumar Dutta)।
নিয়ম মেনে ডিজিটাল রেশন কার্ডে তিন তিন বার নাম সংশোধনের আবেদন করলেও এখনও কার্ডে ভুল নাম বয়ে বেড়াচ্ছেন শ্রীকান্ত।
আরও পড়ুন: ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের পদত্যাগ দাবির ব্যানারের ছবি ভুয়ো
প্রথমে ডিজিটাল কার্ডে ভুল নাম উঠেছিল শ্রীকান্ত মণ্ডল। দ্বিতীয়বার ফের ভুল নাম আসে শ্রীকান্ত কুমার মণ্ডল। ১১ নভেম্বর ২০২২ ফের সংশোধনের আবেদন করলে ইংরেজি 'দত্ত' পদবি ব্রিভ্রাটে হয়ে যায় 'কুত্তা' নাম আসে শ্রীকান্ত কুমার কুত্তা (Kutta)। ফলে তা আবার সংশোধন করতে হাজির হতে হয় "দুয়ারে সরকার" শিবিরে।
দুয়ারে সরকার শিবিরে বাঁকুড়া দু'নম্বর ব্লকের যুগ্ম বিডিওকে সামনে পেয়ে তাঁর গাড়ির জানলার সামনেই কুকুরের ডাক ডাকতে শুরু করেন শ্রীকান্তি।
অবশ্য, বাঁকুড়া দু'নম্বর ব্লকের বিডিও শুভব্রত চক্রবর্তী গণমাধ্যমকে জানিয়েছেন, "১৬ নভেম্বর ওই যুবক দুয়ারে সরকার শিবিরে তাঁর রেশন কার্ডে থাকা ভুল সংশোধন করার আবেদন জানিয়েছিলেন। তৎক্ষনাৎ সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়। আবেদনের ২৪ ঘন্টার মধ্যে রেশন কার্ডে থাকা অনিচ্ছাকৃত ভুল সংশোধন করে দেওয়া হয়েছে"।