ধর্মীয় হিংসা, বিচারের দাবিতে রাজপথে জনসমুদ্র থেকে বিশ্ব রাজনীতির সমীকরণে অভাবনীয় পরিবর্তন - সবকিছুরই সাক্ষী হয়ে থাকল ২০২৪। ঘটনার ঘনঘটায় এবছরে যেন বারবার পাল্টেছে খবরের গতিপথ, বদলে যাওয়া শিরোনামের সাথে তাল মিলিয়ে উল্লেখযোগ্যভাবে ভাইরাল হয়েছে ভুয়ো খবরও।
তেমনই কিছু ঘটনা, যার জেরে ছড়িয়ে পড়েছিল ভুয়ো খবর, তা দেখতে ২০২৪-কে একবার ফিরে দেখা জরুরি। রাজনৈতিক দলের আইটি সেল থেকে সংবাদমাধ্যমের একাংশ - কারা, কোন বিষয়ে ছড়ালেন ভুয়ো খবর - নীচে রইল তারই এক টাইমলাইন।
২০২৪ জানুয়ারি: উত্তরপ্রদেশে রাম মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
স্বাধীনতা পরবর্তী ভারতের ইতিহাসে এক দীর্ঘ মন্দির-মসজিদ রাজনীতির পর অবশেষে ২০২৪ জানুয়ারিতে অযোধ্যায় স্থাপিত হল রাম লালার মূর্তি। তারকাখচিত সমারোহে প্রায় তিন দশকের এক বিতর্কিত অধ্যায়ের রেশ ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সম্পন্ন হল রাম মন্দিরের উদ্বোধন।
২২ জানুয়ারির সেই উদ্বোধন অনুষ্ঠানের আগেই নানা জল্পনা ছড়াল সোশ্যাল মিডিয়ায়, দাবি করা হল শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার আগে অযোধ্যা নগরীতে প্রবেশ করেছেন জটায়ু! বুম দেখল, ভিডিওটি অন্ততঃপক্ষে ৩ বছরের পুরনো, কোনওভাবেই সেসময়কার অযোধ্যার দৃশ্য নয়। কাশ্মীরের ক্লক টাওয়ারে ভগবান রামের হলোগ্রাম বলে উত্তরাখণ্ডের ভিডিও, রাম মন্দিরের দানবাক্সে উপচে পড়ছে টাকা বলে রাজস্থানের ভিডিও, ৫০০ টাকার নোটে থাকবে রাম মন্দির বলে ভুয়ো টাকার ছবি - ইত্যাদিও ছড়াল সমাজমাধ্যমে।
২০২৪ ফেব্রুয়ারি: সন্দেশখালিতে ধুন্ধুমার
রাম মন্দির উদ্বোধনের পর নারী নির্যাতনের অভিযোগে সংবাদমাধ্যমের ফোকাসে চলে এল পশ্চিমবঙ্গের সন্দেশখালি, কাঠগড়ায় উঠল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস, নেতা শিবপ্রসাদ হাজরা ও ইডির করা রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত শেখ শাহজাহান। সোশ্যাল মিডিয়ায় ছড়ান হল, সন্দেশখালির নির্যাতিতা সেজে মুখ ঢেকে এবিপি আনন্দে সাক্ষাৎকার দিয়েছেন এক বিজেপি নেত্রী।
পরিচয় গোপনকারী ওই মহিলা পরে স্পষ্ট করেন, বিজেপি নেতার পাশে থাকা মহিলাকে তিনি চেনেন না। বুমকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি নেত্রী সিরিয়া পারভিন বিবি জানান, সন্দেশখালি নিয়ে তার নামে ছড়ান হচ্ছে মিথ্যে অপপ্রচার। সন্দেশখালির বিষয়ে সাংবাদিকের সাথে কথা বলায় মহিলার উপর লাঠি নিয়ে হামলা করা হয়েছে দাবিতেও ভাইরাল হয় এক ভিডিও। বুম দেখে, ২০১৮ সালের পশ্চিমবঙ্গের বারাসাতের সেই ভিডিওকে সন্দেশখালির ঘটনা দাবিতে ছড়ান হয়েছে। এরই সাথে বিহারে শ্লীলতাহানির ঘটনার এক ভিডিও পশ্চিমবঙ্গের অবস্থা দাবিতে ছড়ান হয় হোয়াটসঅ্যাপে।
২০২৪ মার্চ: নির্বাচনী বন্ডের বিতর্ক, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বিজেপিতে যোগদান
সুপ্রিম কোর্টের আদেশ মেনে নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে নানা কোম্পানির অনুদান সংক্রান্ত সমস্ত তথ্য ১৪ মার্চ প্রকাশ করে এসবিআই। প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ করে দেখা যায়, এই বন্ডের মাধ্যমে ৬০৬১ কোটি টাকার অনুদান পেয়ে সবচেয়ে বেশি উপকৃত হয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির পরেই সেই তালিকায় ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (১৬১০ কোটি টাকা) এবং ভারতীয় জাতীয় কংগ্রেস (১৪২২ কোটি টাকা)।
এরই মধ্যে রাজনৈতিক দলগুলির সমর্থকেরা একে অপরের দিকে দোষারোপ করে ছড়ায় পাকিস্তানের কোম্পানির ভারতের নির্বাচনী বন্ড কেনার দাবি। বলা হয়, নির্বাচনী বন্ডের মাধ্যমে ৯৫ লক্ষ টাকা দান করেছে পাকিস্তানের হাব পাওয়ার কোম্পানি।
বুম দেখে দাবিটি ভুয়ো। পাকিস্তানের 'দ্য হাব পাওয়ার কোম্পানি লিমিটেড' বুমকে নিশ্চিত করে জানায়, তারা ভারতে নির্বাচনী বন্ড ক্রয় করেনি।
অন্যদিকে, লোকসভা নির্বাচনের আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে ৭ মার্চ ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎের নতুন এই অধ্যায় নিয়ে সরগরম হয় রাজনৈতিক মহল, শুরু হয় বিতর্কও। সেই আলোচনা-সমালোচনার কাঁধে ভর করে সমাজমাধ্যমে ভাইরাল হয় ভুয়ো, সম্পাদিত ছবি। ডিজিটাল উপায়ে কারচুপি করে দাবি করা হয়, গোমূত্রের বোতল, আরএসএসের অনুকরণে হাফ-প্যান্ট পছন্দ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
এমনকি, ছবি সম্পাদনা করে দাবি করা হয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিবারের সাথে বসে মদ্যপান করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
২০২৪ এপ্রিল: ভোটপর্বের প্রচার-অপপ্রচারে অবতীর্ণ রাজনৈতিক প্রতিপক্ষরা
বিজেপির লকেট চট্টোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়েছেন, বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব, দলীয় কর্মীদের বিক্ষোভ দাবিতে ছড়ান হল একাধিক বিভ্রান্তিকর ভিডিও। সংবাদমাধ্যমের সমীক্ষা দাবিতে ভাইরাল হল সম্পাদিত দৃশ্য।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করলেন, কংগ্রেসের ইস্তাহারে বলা হয়েছে ক্ষমতায় আসলে তারা সম্পদের সমানভাবে পুনর্বণ্টন করতে মহিলাদের কাছে থাকা সোনাসহ দেশের সমস্ত সম্পদের মূল্যায়ন করবে। মুসলিম সম্প্রদায়ের দিকেও মোদী ইঙ্গিত করে বলেন, "যাদের বেশি সন্তান রয়েছে" তাদের মধ্যে সেই সম্পত্তি বিতরণ করবে কংগ্রেস।
বুম দেখে, কংগ্রেসের ইস্তাহারের কোথাও "ওয়েলথ রিডিস্ট্রিবিউশন" শব্দটির উল্লেখ নেই। ভারতীয়দের সম্পদ মূল্যায়ন বা উপজাতি মহিলাদের সোনা ও রুপোর গয়না বা সরকারি কর্মচারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়েও সেখানে কোনও আলোচনা করা হয়নি। এছাড়াও দেখা যায়, সেই সম্পদগুলি সংখ্যালঘুদের, বিশেষতঃ মুসলমানদের মধ্যে পুনরায় বিতরণ করার কথাও সেখানে উল্লেখ নেই।
এপ্রিলের শেষ হয় এক সাংবাদিককে দেওয়া তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রর সাক্ষাৎকারের অংশ নিয়ে। দাবি করা হয়, মহুয়া নাকি তার শক্তির উৎস হিসাবে “সেক্স” তথা যৌনক্রিয়ার কথা বলেছেন। বুম সেই দাবি যাচাই করতে ভিডিওটির গতি কমিয়ে মহুয়া মৈত্রের উত্তরটি শোনে। সেখান থেকে নিশ্চিত হওয়া যায়, তৃণমূল কংগ্রেস নেত্রী ভিডিওতে 'এগস' অর্থাৎ ডিম বলেছিলেন, 'সেক্স' নয়।
২০২৪ মে: ভাইরাল ভুয়ো সমীক্ষা, নেতা-নেত্রী সংক্রান্ত বিভ্রান্তিকর দাবি
মে মাসের শুরুতেই ভুয়ো খবরের নিশানায় এলেন কংগ্রেসের অধীর চৌধুরী। সম্পাদিত ভিডিও ছড়িয়ে দাবি করা হল, অধীর বলেছেন তৃণমূলের থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দেওয়া। আসল ভিডিওতে দেখা গেল, তৃণমূল অথবা বিজেপি নয়, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেনকে ভোট দেওয়ার আবেদন করেছিলেন অধীর। রবীন্দ্রনাথের উল্টো প্রতিকৃতি প্রধানমন্ত্রী মোদীর গ্রহণ করার অসম্পূর্ণ ভিডিও নিয়েও হল বিতর্ক। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হাতে থাকা কালো বর্ডার দেওয়া এক লাল পুস্তিকা আদতে একটি চীনা সংবিধান। বুম দেখল, গান্ধীর হাতে থাকা পুস্তকটি গোপাল শঙ্করনারায়ণন রচিত ভারতীয় সংবিধানের একটি কোট পকেট সংস্করণ, যা সম্পূর্ণরূপে লাল চীনা সংবিধানের থেকে দৃশ্যগতভাবেই আলাদা।
ভোটপর্বের প্রায় শেষলগ্নে, বিজেপি সরকারের নেতৃত্বে ভারতীয় মেট্রোর পরিষেবার উন্নতি বলে সিঙ্গাপুরের ছবি দেখাল বঙ্গ বিজেপি। অন্যদিকে, শ্রীরামপুরে নির্বাচনী ভাষণে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ভুয়ো দাবি করলেন, রমজানের সময় মুসলমানদের জন্য ছুটি বরাদ্দ করলেও দুর্গাপুজোর জন্য ছুটি দিতে অস্বীকার করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই সাথে ভিভিপ্যাট মেশিনে কারচুপির বিভ্রান্তিকর দাবির পাশাপাশি চলল ভুয়ো অপিনিয়ন পোল এবং সমীক্ষার রমরমা।
২০২৪ জুন: ক্ষমতায় এলেন মোদী, বাংলায় ছড়াল ছেলেধরার গুজব
নির্বাচনের ফলাফল আর সরকার গঠনে সংখ্যার দোলাচল নিয়ে রাজনৈতিক সমীকরণের জল্পনাতেও ভাইরাল হল ভুয়ো খবর। তামিলনাড়ুর বিজেপি সভাপতি আন্নামালাই একটি বুথে ১ ভোট পেয়েছেন, লোকসভা নির্বাচনে বিজেপি ১৬৫ আসনে ২০০০-এর কম ভোটে জিতেছে - ইত্যাদি ভুয়ো দাবি ভাইরাল হল সমাজমাধ্যমে। সমীকরণের জল্পনায় বিভ্রান্তিকর দাবিতে ছড়ান হল তৎকালীন পরস্পর-বিরোধী নেতা-নেত্রীদের একসাথে থাকার পুরনো ছবি।
এছাড়াও খানিকটা আচমকাই বাংলায় ছড়ায় ছেলেধরার গুজব। সেসময় এক শিশুর প্রথমে নিখোঁজ ও পরে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বারাসতের কাজীপাড়া। শিশুচুরির গুজব বারাসাত থেকে ছড়িয়ে পরে পশ্চিমবঙ্গের অন্যান্য প্রান্তে। বুমকে বারাসতের পুলিশ সুপার জানান, সেখানকার এক খুনের ঘটনায় অভিযুক্ত ছড়ায় ছেলেধরার এই গুজব। এর জেরে জনতার রোষের মুখে পড়েন নির্দোষ এক মহিলা। এমনকি মানসিকভাবে অসুস্থ এক মহিলার তার শিশুকে ব্যাগে করে নিয়ে যাওয়া নিয়েও সমাজমাধ্যমে ছড়ায় বিভ্রান্তি।
২০২৪ জুলাই: ট্রাম্পের উপর হামলা, কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশে অস্থিরতা
১৩ জুলাই আমেরিকার পেনসিলভেনিয়ায় এক সমাবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করেন এক বন্দুকধারী। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাক্তন রাষ্ট্রপতির এমন নিরাপত্তার অবস্থা নিয়ে তুমুল শোরগোল পড়ে যায় বিশ্বজুড়ে। কে এই বন্দুকবাজ, ট্রাম্পকে গুলি করার পিছনে কি উদ্দেশ্য ছিল তার জানতে উদগ্রীব হয়ে ওঠে বিশ্বের রাজনৈতিক মহল। পরে জানা যায়, বন্দুকবাজের নাম টমাস ম্যাথিউ ক্রুকস। ট্রাম্পকে আক্রমণের পরেই নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হন ক্রুকস। সরকারিভাবে বন্দুকবাজের নাম প্রকাশের আগেই তার ছবি ও পরিচিতি নিয়ে বিভ্রান্তি ছড়ায় সমাজমাধ্যম ও সংবাদমাধ্যমে।
ভারতীয় সংবাদমাধ্যমে একদিকে ইতালির একজন ফুটবল ধারাভাষ্যকারের ছবি, অন্যদিকে মজা করে বানান এক ব্যক্তির ভিডিওকে সত্যিকারের আততায়ী বলে রিপোর্ট করা হয়।
এরই মধ্যে সরকারি চাকরিতে কোটা নিয়ে ছাত্র-ছাত্রীদের দাবির প্রতি বাংলাদেশ সরকার অনমনীয় মনোভাব দেখালে হিংসাত্মক হয়ে ওঠে সেদেশের পরিস্থিতি। তীব্র সমালোচনার মুখে তখন পড়েন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা কোটা বাতিলের ঘোষণা করেছেন দাবি করে তার পুরনো এক বক্তব্যের ভিডিও ছড়ায় সমাজমাধ্যমে।
২০২৪ অগাস্ট: বাংলাদেশে হিংসায় দেশ ছাড়লেন হাসিনা, আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে পথে নামল গোটা দেশ
প্রেক্ষাপট তৈরি ছিলই, অগাস্টে আরও তীব্রতর হল বাংলাদেশে হাসিনা-বিরোধী আন্দোলন। হিংসাত্মক আন্দোলনের মুখে পরিস্থিতি বেগতিক দেখে ৫ অগাস্ট দেশ ছাড়লেন হাসিনা, আশ্রয় নিলেন ভারতে। বাংলাদেশে হিন্দুদের উপর মুসলিমদের অত্যাচার দাবিতে নানা ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়। এদের মধ্যে দেখা গেল, বাংলাদেশে হিন্দু মহিলাকে ধর্ষণ বলে ভারতে হওয়া পুরনো যৌন নির্যাতনের ভিডিও, সেদেশে মন্দিরে হামলা করা হয়েছে বলে এক জ্বলন্ত রেস্তোরাঁর ভিডিও ভাইরাল হয়েছে। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই হঠাৎ বদলে গেল এদেশের সংবাদমাধ্যমের শিরোনাম। নেপথ্যে খাস কলকাতার বুকে আরজি কর হাসপাতালে কর্তব্যরত এক মহিলা ডাক্তারের রহস্যমৃত্যু। শহরের বুকে থাকা সরকারি হাসপাতালে কীভাবে হত্যা করা হল ওই মহিলা ডাক্তারকে, সেই প্রশ্নে তীব্রতর হয় রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ।
এই সূত্র ধরেই আরজি কর কাণ্ডে নির্যাতিতার শেষ মুহূর্ত, তার শরীরে পাওয়া গেছে ১৫০ মিলিগ্রাম বীর্য, "রাত দখল" বিক্ষোভ থেকে অঙ্কিতা বাউরি নামক এক মেয়ের ফেরার সময় নিখোঁজ হওয়ার বিভ্রান্তিকর দাবি ভাইরাল হলে সেসময় তার তথ্য যাচাই করে বুম।
২০২৪ সেপ্টেম্বর: বাংলায় জোরাল তৃণমূল বিরোধী প্রতিবাদ, ওপার বাংলায় হিংসা
প্রতিবাদের আগুন জ্বলতে থাকল সেপ্টেম্বরেও। প্রধান বিচারপতির পরিবারের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার সম্পর্ক দাবিতে ছড়াল ভুয়ো খবর। সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস পদত্যাগ করছেন দাবিতে ছড়াল AI ভয়েস ক্লোন, ভাইরাল হল শেখ হাসিনার জন্য ভারতে এলাহি আয়োজনের দাবিতে বাংলাদেশেরই ছবি।
এছাড়াও, বাংলাদেশের হিংসা নিয়ে সেদেশে যৌনকর্মীদের উপর আক্রমণের ভিডিও এদেশে ভাইরাল হল সাম্প্রদায়িক দাবিতে, আরজি কর কান্ড নিয়ে প্রতিবাদের মুখ ডাঃ নারায়ণ ব্যানার্জি, ডাক্তার দেবাশিস হালদারও শিকার হলেন ভুয়ো খবরের।
২০২৪ অক্টোবর: দুর্গাপুজোর মরশুমে ছড়াল বাংলাদেশে প্রতিমা ভাঙচুরের পুরনো ভিডিও
এবছর প্রতিবাদ-বিক্ষোভের আবহেই বাংলা দেখল অন্য রকমের এক দূর্গাপুজো। উৎসব নিয়ে দ্বিধাবিভক্ত বাংলায় ছড়াল বাংলাদেশে দুর্গামূর্তি ভাঙচুরের কিছু ভিডিও। বাংলাদেশে মন্দিরে হামলা করার পুরনো কিছু ভিডিও সাম্প্রতিক সাম্প্রদায়িক হিংসা দাবিতে ছড়িয়ে পড়ল সমাজমাধ্যমে।
বুম দেখল, দৃশ্যগুলি আসলে ২০২১ সালে চাঁদপুর ও ২০২৩ সালে ঢাকার দোহার উপজেলায় মন্দিরে হওয়া হামলার ঘটনার।
২০২৪ নভেম্বর: মসনদে ফেরার পথে ট্রাম্প, বাংলাদেশে গ্রেপ্তার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে হারিয়ে পুনরায় ক্ষমতায় ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। সেই আবহে পাল্টে গেল বিশ্বের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। ভারতে দক্ষিণপন্থীরা দাবি করলেন, ট্রাম্পের বিজয় ভাষণের সময় "মোদী মোদী" স্লোগান দেয় সেদেশে উপস্থিত জনতা। তবে বুম দেখল, ট্রাম্পের সেই বক্তৃতার সময় আদতে "ববি, ববি" স্লোগান দেওয়া হয়েছিল যখন ট্রাম্প তার বক্তব্যে রবার্ট এফ কেনেডি জুনিয়র ও ভবিষ্যতে প্রশাসনে তার ভূমিকার কথা উল্লেখ করেছিলেন।
ভারত-কানাডার সম্পর্কের অবনতি নিয়েও সংবাদমাধ্যমে ছড়াল ভুয়ো খবর। দাবি করা হল, বিদেশমন্ত্রী জয়শঙ্করের মন্তব্যের জেরে কানাডা অস্ট্রেলিয়া টুডের ফেসবুক পেজ নিষিদ্ধ করেছে। বুম যাচাই করে পেল, অস্ট্রেলিয়া টুডের ফেসবুক পেজে পোস্টগুলি দৃশ্যমান না হওয়ার কারণটি হল, কানাডায় তার প্ল্যাটফর্মগুলিতে সমস্ত সংবাদ সংক্রান্ত বিষয়বস্তুর (স্থানীয় এবং আন্তর্জাতিক) উপর মেটা নিষেধাজ্ঞা জারি করেছে।
এছাড়াও সেসময় মহারাষ্ট্রের নির্বাচন নিয়েও ছড়িয়েছে ভুয়ো খবর। সুপ্রিয়া সুলের কণ্ঠ, মহারাষ্ট্রে ভোট কারচুপির দাবিতে বিজেপি AI অডিয়ো ছড়ালে তার তথ্য যাচাই করে বুম। অন্যদিকে, হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে বাংলাদেশে গ্রেপ্তার করা হলে নতুন করে ছড়ায় হিংসা। সেই হিংসায় চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষের একজন আইনজীবী নিহত হয়েছেন বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করলে বুম দেখে নিহত আইনজীবী সইফুল ইসলাম চিন্ময় দাসের পক্ষে ছিলেন না।
২০২৪ ডিসেম্বর: বাংলাদেশ নিয়ে অব্যাহত সাম্প্রদায়িক ভুয়ো খবর
ডিসেম্বরেও চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপর হামলা দাবি করে ভাইরাল হয় অসম্পর্কিত এক আইনজীবীর ছবি। তাছাড়া, একইভাবে হিন্দুদের উপর বাংলাদেশে মুসলিমদের অত্যাচার দাবিতে ভাইরাল হয় অসম্পর্কিত কিছু ভিডিও। উদাহরণস্বরূপ, বাংলাদেশে মন্দির ভাঙচুর দাবিতে ভাইরাল হয় পশ্চিমবঙ্গে কালীমূর্তি নিরঞ্জনের ভিডিও, হিন্দু মন্দির ভাঙচুর দাবিতে ভাইরাল হয় মাজার হামলার ভিডিও।
এমনকি এক হিন্দু মহিলাকে ধর্ষণ এবং হিন্দু পরিবারকে নির্যাতন ও খুনের ভাইরাল সাম্প্রদায়িক দুই দাবিকেও তথ্য যাচাই করে দেখা যায়, সমাজমাধ্যমে ছড়িয়েছে ভুয়ো তথ্য। বুম দেখে হিন্দু মহিলাকে ধর্ষণ বলে ছড়ান ভিডিওটি আসলে ডাকাতির সন্দেহে জনরোষে পড়া এক মুসলিম মহিলার। অন্যদিকে হিন্দু পরিবারকে নির্যাতন ও খুনের দাবিতে যে ভিডিও ভাইরাল হয়, তা দেখা যায় আদতে বিহারের এক ঘটনার।