বলিউড তারকা আমির খান অভিনীত পিকে ছবি মুক্তি পাওয়ার অব্যবহিত পরে বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের ২০১৪ সালের একটি টুইট-কে ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তিকর সম্পর্কহীন উক্তি আবার জিইয়ে উঠল। ভুয়ো বার্তায় দাবি করা হচ্ছে লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, "আমির খান ৩০০ কোটি টাকা উপার্জন করলেন পিকে-তে হিন্দু দেবতাদের উপহাস করে। আপনি যদি এটি পাকিস্তান ও বাংলাদেশে নির্মাণ করতেন অথবা মুসলমানদের ধর্ম নিয়ে তাহলে আপনাকে হয়ত ফাঁসি দেওয়া হতো। আর আপনি এখনও বলেন ভারত অসহিষ্ণু।"
বুম যাচাই করে দেখে লেখিকা তসলিমা নাসরিন এই কথা বলেননি। তিনি বিষয়টি নিয়ে ২০১৫ সালের নভেম্বর মাসে টুইট করে জানান ভাইরাল উক্তিটি তাঁর বক্তব্য নয়। বুমের বিস্তারিত তথ্য-যাচাই পড়ুন এখানে।
"তৃতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী করিনা কপূর" এই ধরণের ক্লিকবেইট শিরোনামে লেখা প্রতিবেদন নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এই সপ্তাহে। বিভ্রান্তিকর ক্লিকবেইট শিরোনামের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় শেয়ার হলে নেটিজেনদের অনেকেই ভুল করেন যে করিনা কপূর সত্যি সত্যিই মা হতে চলেছেন।
বুম যাচাই করে দেখে ভাইরাল পোস্টটি বিভ্রান্তিকর যা আসলে 'ক্লিকবেইট' শিরোনাম, বাস্তবে করিনা কপূর অন্তঃসত্ত্বা নন। করিনা আসলে তাঁর লেখা প্রকাশ হতে চলা 'প্রেগনেন্সি বাইবেল' বইকে তাঁর তৃতীয় সন্তানের মত বলে উল্লেখ করেন। বুমের বিস্তারিত তথ্য-যাচাই পড়া যাবে এখানে।
আরও পড়ুন: মুসলিম মহিলাদের রাম ভজন গাওয়ার ভিডিওটি দুবাইয়ের নয়
বিবিসি'র একটি প্রতিবেদনের জোড়াতালি দেওয়া স্ক্রিনশটের শিরোনামে বলা হয়, একটি জনমত সমীক্ষা অনুযায়ী রাহুল গাঁধী হলেন বিশ্বের তৃতীয়তম বিশ্বাসযোগ্য নেতা। ওই স্ক্রিনশটটি সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়। বুম ভাইরাল স্ক্রিনশটের শিরোনাম দিয়ে কি-ওয়ার্ড সার্চ করে এমন কোনও সংবাদ প্রতিবেদন দেখতে পায়নি। বুমের বিস্তারিত তথ্য-যাচাই পড়ুন এখানে।
হিমাচল প্রদেশের ধর্মশালায় সাম্প্রতিক বন্যার দৃশ্য মিথ্যে দাবি করে জাপানের আটামি শহরে ব্যাপক ধস নামার এক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। বুম ভিডিওটিকে কয়েকটি মূল ফ্রমে ভেঙ্গে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে জাপানের আটামি শহরে ধস নামার ভিডিওটিকে খুঁজে পায়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও ঘটনাটির বিষয়ে রিপোর্ট করা হয়। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য-যাচাই পড়ুন এখানে।
একটি কল্পবিজ্ঞানের সিনেমায় বেশ কয়েকটি টর্নাডোর বিপুল ধ্বংস ও তাণ্ডবের দৃশ্যকে ভুয়ো দাবি সহ শেয়ার করে বলা হয়, এগুলি কানাডার সাম্প্রতিক ঘূর্ণিঝড় বা হারিকেনের দৃশ্য এবং চিনের ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন নাকি তাকে ১০ লক্ষ ডলার দিয়ে কিনে নিয়েছে। বুম যাচাই করে দেখে এই ভিডিওটি আসলে ২০১৪ সালের ইন্টু দ্য স্টর্ম নামের একটি কল্পবিজ্ঞানের সিনেমার দৃশ্য। সিনেমাটির গল্প হল সিলভারটন নামক এক শহরে হওয়া আচমকা এক প্রবল ঝড় ও তার ধ্বংসলীলা। বুমের বিস্তারিত তথ্য-যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: মোদীকে ফোন করে মেসির কোপা জয় উদযাপন? প্রতিবেদনের ছবিটি সম্পাদিত