Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

না, সৌদি আরবের লগ্নিকারীদের আকৃষ্ট করতে নরেন্দ্র মোদী সেখানে গিয়ে আরবীয় উষ্ণীষ পরেননি

বুম দেখেছে, রিয়াধে একদিনের সরকারি সফরে যাওয়া মোদীর মূল ছবিটিতে মাথায় কোনও আরব্য উষ্ণীষ ছিল না।

By - Sk Badiruddin | 4 Nov 2019 1:30 PM GMT

রিয়াধে পৌঁছনর পর মাথায় সৌদি আরবীয় ধাঁচে উষ্ণীষ পরা নরেন্দ্র মোদীর ছবিটি ফোটোশপ করা এবং সেই ছবিই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ছবিতে দেখানো হয়েছে রিয়াধের গভর্নর যুবরাজ ফয়সল বিন বন্দর আল সৌদ যখন বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাচ্ছেন, তখন মোদীর মাথায় সেই আরব উষ্ণীষ পরা।

ফোটোশপটি অত্যন্ত কাঁচা হাতের কাজ, তবে সেটিই ভাইরাল করে বলার চেষ্টা হচ্ছে যে, মোদী আরবদের প্রভাবিত করার জন্য এই উষ্ণীষ ধারণ করেছেন।

টুইটটির স্ক্রিনশট।

টুইটটি দেখা যাবে এখানে। টুইটটি আর্কাইভ করা আছে এখানে

নরেন্দ্র মোদী ২৮ অক্টোবর একদিনের সরকারি সফরে সৌদি আরবে গিয়েছিলেন। সফরে মোদী দ্বিপাক্ষিক জ্বালানি সম্পর্কের উপর জোর দেন এবং পশ্চিম এশিয়ার দ্বন্দ্বগুলির মীমাংসায় ভারসাম্য বজায় রাখার কথা বলেন।

ফেসবুকেও ভাইরাল

ফেসবুকেও ফোটোশপ করা ছবিটি ভাইরাল হয়েছে একই ব্যাখ্যা সহ।

ফেসবুক পোস্টটি মুছে দেওয়া হয়েছে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে

তথ্য যাচাই

বুম ছবিটি দেখেই বুঝতে পারে, এটি ফোটোশপ করা, কেননা মোদীর ছবিটি এখানে ফোটোগ্রাফের অন্যান্য অংশের তুলনায় অনেকটাই ঝাপসা। আমরা অনুসন্ধান চালিয়ে দেখি, মূল ছবিটি ভারতীয় বিদেশ মন্ত্রকের সরকারি মুখপাত্র রবীশ কুমার টুইট করেছিলেন। কুমার মোদীর একদিনের সরকারি সফরে রিয়াধে পৌঁছনর পরেই ছবিটি টুইট করেন। মূল ছবিটিতে দেখা যাচ্ছে রিয়াধ-এর গভর্নর ফয়সল বিন বন্দর আল সৌদ বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাচ্ছেন। এবং রবীশ কুমারের টুইট করা ছবিটিতে মোদীর মাথায় কোনও আরব্য উষ্ণীষ ছিল না।



২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর দফতরের সরকারি টুইটার হ্যান্ডেল থেকেও ওই একই ছবির গুচ্ছ প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রীর আবু ধাবি সফরের সময়েও একই ধরনের উষ্ণীষ লাগানো ফোটোশপ করা ছবি ভাইরাল করা হয়েছিল।

আরও পড়ুন: ভাইরাল হল প্রধানমন্ত্রীর আবু ধাবি আগমনের ফোটোশপ করা ছবি

Related Stories