৫ ভুয়ো ফোড়ন: অভিষেকের উক্তি থেকে টোকিও অলিম্পিকে মেডেল বিভ্রাট
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উক্তি, টোকিওতে মেডেল বিভ্রাট—ভুয়ো দাবি সহ সোশাল মিডিয়ার সারা সপ্তাহের ৫ ভুয়ো খবর পড়ুন এক ঝলকে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট প্রচারে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুরে নির্বাচনী জনসভায় রাখা বক্তব্য তাঁর ত্রিপুরা সফর প্রসঙ্গে বিভ্রান্তিকর দাবি সহ ছড়ানো হল সোশাল মিডিয়ায়। বুম যাচাই করে দেখে নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ঘনিষ্ট কনিষ্ক পাণ্ডাকে উদ্দেশ্য করে ওই বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: বিশ্ব ব্যাঙ্ক থেকে ভারত সরকার গত ৭ বছরে ঋণ নেয়নি, জিইয়ে উঠল ভুয়ো দাবি
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতি হিসেবে অংশ নিতে চলার ঘটনা সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হয়। পশ্চিমবঙ্গ বিজেপির তরফে তাদের সোশাল মিডিয়া পেজে লেখা হয়, "রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে প্রথমবার সভাপতিত্ব করবে ভারত"। বুম দেখে ভারত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে ৯ বার সভাপতিত্ব করেছে। কিন্তু নিরাপত্তা পরিষদ আয়োজিত বিতর্ক সভায় এই প্রথমবার ভারতের কোনও প্রধানমন্ত্রী সভাপতি হতে চলেছেন। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: বিভ্রান্তিকর দাবিতে ছড়াল ২০১২ সালের নেদারল্যান্ডস মহিলা হকি দলের ছবি
সপ্তাহজুড়ে অতিবৃষ্টিতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার একাধিক অঞ্চল প্লাবিত হয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে এক পরিবারের সদস্যদের জলমগ্ন রাস্তায় টেবিল চেয়ার পেতে চা খাওয়ার পুরনো ছবি বিভ্রান্তিকর দাবি সহ সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়। 'দুয়ারে সী বিচ' ক্যাপশন লেখা ওই ছবিটি ব্যাপকভাবে ভাইরাল হয় ফেসবুকে। বুম যাচাই করে দেখে ছবিটিতে আসলে ২০১৬ সালের জুলাই মাসে পাঞ্জাবের মনসার ঘটনা। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: ডাস্টবিন বসাতেও কৃতিত্ব নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল? ভুয়ো ছবি
অতি বৃষ্টির জেরে বন্যায় চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান খ্যাত নদীয়া জেলার মায়াপুরে অবস্থিত ইসকন মন্দির চত্বর ও উপাসনাস্থলের অংশ ডুবে যাওয়ার একগুচ্ছ পুরোনো ছবি সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হয়। বুম যাচাই করে দেখে ছবিগুলি ২০১৫ সালের। বুম মায়াপুরের বাসিন্দা পেশায় পর্যটন গাইড সংকীর্তনের সঙ্গে কথা বলে জেনেছে মায়াপুরে অবস্থিত ইসকন মন্দির চত্বরে জল জমেনি। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: অভিনেতা রজনীকান্তের নামে কলেজ? নেটিজেনরা শেয়ার করলেন সম্পাদিত ছবি
২০১৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত মহিলাদের এক ফিগার স্কেটিং প্রতিযোগিতায় মেডেল বিভ্রাটের ভিডিও যেখানে তৃতীয় স্থান অধিকারীকে ভুল করে স্বর্ণ পদক দেওয়া হয় সেই ভিডিওটি টোকিও অলিম্পিকে পুরস্কার বিতরণে বিপত্তি বলে শেয়ার করা হয়। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: টোকিও অলিম্পিকে পদক পেয়ে প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদের ছবিটি ভুয়ো