৫ ভুয়ো ফোড়ন: তালিবান ঘিরে ভুয়ো খবরের ঢেউ সোশাল মিডিয়া থেকে গণমাধ্যমে
লন্ডনের পথনাটিকার দৃশ্য, বিমানের ডানায় বসে আফগান লোক—ভুয়ো দাবি সহ সোশাল মিডিয়ার সারা সপ্তাহের ৫ ভুয়ো খবর পড়ুন এক ঝলকে।
ইরাকে ইসলামিক স্টেট মেয়েদের উপর কী রকম অত্যাচার চালাচ্ছে, সে বিষয়ে সচেতনতা গড়ে তুলতে ২০১৪ সালে লন্ডনে কুর্দিশ সমাজকর্মীদের এক কর্মসূচির একটি ভিডিও তালিবানরা কী ভাবে আফগান মেয়েদের নিলামে বিক্রি করছে এমন মিথ্যে দাবি সহ ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: ২০১৮ সালে যুদ্ধবিরতি ঘিরে নাগরিকদের আনন্দ জোড়া হল তালিবানি দখলের সাথে
তালিবানদের আফগানিস্তান দখলের পর সেদেশের মেয়েদের নিরাপত্তা ও মৌলিক স্বাধীনতা নিয়ে আশঙ্কা প্রকাশ করছে মানবাধিকার সংগঠনগুলি। এরই প্রেক্ষিতে জনসমক্ষে বোরখা সরানোর অভিযোগে ২০০১ সালে আফগানিস্তানের কাবুলে এক বোরখা পরা মহিলাকে তালিবানের মারধর করার ছবি সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি সহ সাম্প্রতিক ঘটনা বলে শেয়ার করা হয়। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: সিরিয়ায় এক মহিলাকে প্রকাশ্যে খুন করার ভিডিও আফগানিস্তানের বলে ছড়াচ্ছে
আফগানিস্তানের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি আশরাফ ঘানিকে পুরনো এক ভিডিওতে রাষ্ট্রীয় সফরে উজবেকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার জন্য বিমানে উঠতে দেখা যায়। তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর ঘানি দেশ ছেড়ে পালাচ্ছেন বলে সোশাল মিডিয়ায় মিথ্যে দাবি সহ শেয়ার করা হয়। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: তালিবানের কব্জায় রাষ্ট্রপতির প্রাসাদ দাবিতে ছড়াল সিরিয়ার ভিডিও
তালিবানরা আফগানিস্তান দখলের পর ট্রামপলিনে লম্ফঝম্ফ করেছে দাবি করে অন্তত ১ বছরের পুরনো দৃশ্য দেখায় ক্যালক্যাটা নিউজ। বুম যাচাই করে দেখে ট্রামপলিনে ৪ ব্যক্তির লাফালাফির সম্পর্কহীন ভিডিওটি ২০২০ সালের ২৮ অগস্ট মাস থেকে ইউটিউবে রয়েছে। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: না, এটি কাবুলে আটকে পড়া ভারতীয়দের ভারতের বায়ুসেনার উদ্ধারের ছবি নয়
তালিবানি শাসনের ভয়ে বিমানের ইঞ্জিনের ডানা আঁকড়ে ধরে উড়ে যাচ্ছেন এক আফগান ব্যক্তি—কম্পিউটার সফটওয়্যারে তৈরি একটি ডিজিটাল ভিডিও সংবাদ চ্যানেল নিউজ ১৮ বাংলা সম্প্রচার করে। বুম দেখে কৃত্রিমভাবে দৃশ্যটি তৈরি করেছেন এক ভিয়েতনামি শিল্পী। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: ২০১২ সালে আফগানদের ইদ-আল-আজহার নামাজ পড়ার ছবি মিথ্যে দাবিতে ভাইরাল