৫ ভুয়ো ফোড়ন: যোগী আদিত্যনাথের দাদা থেকে রামদেবের বিরুদ্ধে বিক্ষোভ
যোগী আদিত্যনাথের দাদা থেকে রামদেবের বিরুদ্ধে বিক্ষোভ—ভুয়ো দাবি সহ সোশাল মিডিয়ার সারা সপ্তাহের ৫ ভুয়ো খবর পড়ুন এক ঝলকে।
চায়ের দোকানের সামনে গেরুয়া উত্তরীয় গলায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে মিথ্যে দাবি করা হয় তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাদা। বুম যাচাই করে দেখে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাদা নন। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: জয়পুরের ঘটনা বলে মিথ্যে দাবিতে ছড়াল জম্মু-কাশ্মীরের পাথর ছোঁড়ার ভিডিও
ভিড়ে ভর্তি একটি বিমানবন্দরের ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভাইরাল ছবিতে দাবি করা হয়েছে যে, শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডিলকা ডি সিলভা— যিনি ইয়োহানি নামেই পরিচিত— তাঁকে স্বাগত জানাতে দিল্লি বিমানবন্দরে প্রায় ৪ লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন। বুম দেখে ছবিটি আসলে টাইফুন ফক্সাইয়ের সময় জাপানের নারিতা বিমানবন্দরে প্রায় ১৩,০০০ যাত্রী আটকে পড়ার ঘটনা। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: ভুয়ো দাবিতে ছড়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যোজনার সুবিধাভোগী মহিলার কথা
পুলিশ আধিকারিকদের চাপিয়ে নিয়ে যাওয়া একটি ই-রিক্সা জলমগ্ন রাস্তায় উল্টে যাওয়ার ছবি কংগ্রেসের একাধিক টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে দাবি করা হয় ছবিটি উত্তরপ্রদেশের বেহাল রাস্তার নমুনা। বুম যাচাই করে দেখেছে, ঘটনাটি রাজস্থানের। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: মহাত্মা গাঁধীর ছবির তুলনায় অরবিন্দ কেজরিওয়ালের বড় ছবি বিজ্ঞাপনটি ভুয়ো
মহাত্মা গাঁধী এক মহিলার পাশে বসে হাসছেন সম্পাদিত একটি সাদা-কালো ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে মিথ্যে দাবি করা হয়। বুম দেখে ওই আসল ছবিটিতে জওহরলাল নেহরুর সঙ্গে হাসিমুখে ছিলেন মহাত্মা গাঁধী। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: ভুয়ো দাবি: মাদক মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খান ছাড়া পেয়েছে
রাজস্থানের যোধপুর বিমানবন্দর চত্বরে যোগ গুরু ও পতঞ্জলির প্রতিষ্ঠাতা বাবা রামদেবের বিরুদ্ধে বিক্ষোভের পুরনো ভিডিও সোশাল মিডিয়ায় সাম্প্রতিক বলে ছড়ানো হচ্ছে। বুম দেখে বাবা রামদেবের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনাটি ২০১৭ সালের। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: রাকেশ টিকায়েতের নিশানায় গণমাধ্যম দাবিতে গণমাধ্যম দেখাল ছাঁটাই ভিডিও