যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় টাকা ছাপানোর অধিকার কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্যের থাকা উচিত কিনা, এব্যাপারে আনন্দবাজারে প্রকাশিত পুরনো প্রবন্ধের শিরোনাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বলে ভুয়ো দাবিতে সোশাল মিডিয়ায় ছড়ায়। বুম যাচাই করে দেখে, এই বিষয়ে শিরোনামটি আসলে দুই অর্থনীতিবিদের মতামত ভিত্তিক নিবন্ধ। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: আমদাবাদের ছবি বলে শেয়ার করা হল ইউক্রেনের এক উড়ালপুলের নকশার ছবি
২০২১ সালের মার্চ মাসে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় বন্দুক নিয়ে বিয়ের অনুষ্ঠানে নাচের দৃশ্যকে আফগানিস্তানে তালিবানদের নাচ বলে খবরে দেখায় বিভিন্ন গণমাধ্যম। বুম দেখে আফগানিস্তানে তালিবানদের ক্ষমতা দখলের আগে থেকেই ভিডিওটি অনলাইনে রয়েছে। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: না, ভিডিওটি সানি দেওলকে গুরুদোয়ারা থেকে বের করে দেওয়ার দৃশ্য নয়
ময়দাব ওয়ারদাক প্রদেশের জলরেজ অঞ্চলে তালিবানি নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে কাবুলে সমাজকর্মী ও নাট্যকর্মীদের মিলিত প্রয়াসে একটি পথ-নাটিকার আয়োজন করা হয় ২০১৯ সালে। সেই ভিডিওর দৃশ্যকে সাম্প্রতিক এবং সত্য ঘটনা দাবি করা হয় সোশাল মিডিয়ায়। ক্যালক্যাটা নিউজও দেখায় সেই দৃশ্য। বুম দেখে তালিবানি সন্ত্রাসের ব্যাপারে পথ-নাটিকাটি মঞ্চস্থ করেন নাগরিক অধিকার রক্ষা কর্মীরা। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: আমির খানের সঙ্গে তালিবান যোগ ভুয়ো দাবিতে ছড়াল দুই পাক ধর্মগুরুর ছবি
শেকল বাঁধা দুই মহিলার একটি ছবি সম্প্রতি শেয়ার করে দাবি করা হয় আফগানিস্তানে তালিবানরা মহিলাদের নিলাম করছে। বুম দেখে ছবিটি হল, লন্ডনে আয়োজিত পথ নাটিকা "ইসলামিক স্টেটের দাস বাজার"র একটি দৃশ্য। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: না, টেনিস তারকা সানিয়া মির্জার হিজাব পরা ছবিটি পাকিস্তানে তোলা নয়
আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ কায়েম করার পর, তালিবানরা তিন বোরখা-পরা মহিলাকে ক্রীতদাসকে পায়ে শিকল বেড়ি পরিয়ে নিয়ে যাচ্ছে, এই মিথ্যে দাবিতে সোশাল মিডিয়ায় ভাইরাল হয় সম্পাদিত এক ছবি। শিকল বিহীন আসল ছবিটি ২০০৩ সালে আলোকচিত্রী মুরাত দুজইয়োলের তুলেছিলেন ইরাকের এরবিল শহরে। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: জনমতে রাজ্যে এগিয়ে তৃণমূল, গ্রাফিকটি ভুয়ো জানাল হেডলাইনস ত্রিপুরা