ফ্রান্সে ২০১৮ সালের একটি উৎসবে পাতিলেবু এবং কমলা দিয়ে গড়া গণেশের এক বিশাল মূর্তির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মিথ্যে দাবি সহ শেয়ার করা হয়। দাবি করা হয় ভিডিওটি হল্যান্ডের স্থানীয় মানুষদের গণেশ চতুর্থী উদযাপন। বুম দেখে ভিডিওটি আসলে ফ্রান্সের মাঁটনে ৮৫-তম লেমন ফেস্টিভ্যাল উদযাপনের দৃশ্য। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: না, এটি দিল্লিতে সিআইএ সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার বৈঠকের ছবি নয়
রানি দ্বিতীয় এলিজাবেথের সাথে একই ফ্রেমে আরএসএস কর্মীদের ছবি জুড়ে দিয়ে মিথ্যে দাবি করা হচ্ছে যে, দেশ যখন স্বাধীনতার জন্য লড়াই করছে, আরএসএস তখন ব্রিটেনের রানিকে কুর্নিশ জানাচ্ছে। বুম দেখে ভাইরাল হওয়া এই ছবিটি আসলে দুটি স্বতন্ত্র ছবিকে সম্পাদনা করে এক ফ্রেমে জুড়ে তৈরি করা হয়েছে। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: না, এই ছবিটি আফগান বিমানচালিকা সফিয়া ফিরোজির গণপিটুনির দৃশ্য নয়
বোরখা পরা অনেক মহিলার মাঝে হিজাব ছাড়া প্রতিবাদী এক নারী হাতে বই নিয়ে হাঁটছেন এরকম একটি ছবিটি সোশাল মিডিয়ায় শেয়ার করে মিথ্যে দাবি করা হয়েছে যে চিত্রকলাটি আফগান গ্রাফিতি শিল্পী শামসিয়া হাসানির তৈরি। আফগানিস্তানে তালিবানি শাসন শুরু হওয়ার পর এই প্রতিবাদী ছবি শামসিয়া এঁকেছেন বলে দাবি করা হচ্ছে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টে। বুম দেখে চেক বিজ্ঞাপন সংস্থার মূল ছবি বদলে তৈরি করা হয়েছে এই ছবিটি। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: দিল্লি স্টেশনের ভবিষ্যত কল্পিত রূপরেখা ছড়াল অযোধ্যা স্টেশন বলে
একটি ভিডিওতে, খোলা জায়গায় গোহত্যার বিরোধিতা করে একদল লোকের সঙ্গে বচসা করতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। ভিডিওটি এই মিথ্যে দাবি সমেত শেয়ার করা হচ্ছে যে, ওই ব্যক্তি হলেন একজন কাশ্মীরি পণ্ডিত, যিনি মুসলমানদের গরু কুরবানি করা থেকে বিরত করেন। বুম দেখে ভিডিওতে যে মতবিরোধ দেখা যাচ্ছে, তাতে সাম্প্রদায়িকতার লেশ মাত্র নেই। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: রুশ শিল্পীর আঁকা ছবিকে বলা হল আফগানিস্তানের পঞ্জশিরের শিল্পকর্ম
বলিউড অভিনেতা সোনু সুদ টুইট করে প্রধানমন্ত্রী বদলানোর আবেদন করেছেন এই ভুয়ো দাবিতে ছড়াল ভিন্ন টুইটার অ্যাকাউন্টের টুইট। বুম দেখে সোনু সুদের নামে তৈরি ভুয়ো টুইটার অ্যাকাউন্ট থেকে ওই টুইটের ছবি ছড়ায়। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: পাঞ্জাবে এক ধর্মীয় মেলায় মদ বিতরণের ভিডিও কৃষক বিক্ষোভের সঙ্গে জুড়ল