৫ ভুয়ো ফোড়ন: পার্লে-জি বিস্কুটের মেয়ে থেকে তালিবান মুখ্য সচিবের ভাষণ
পার্লে-জি বিস্কুটের মেয়ের ছবি থেকে তালিবান মুখ্য সচিব-ভুয়ো দাবি সহ সোশাল মিডিয়ার সারা সপ্তাহের ৫ ভুয়ো খবর পড়ুন এক ঝলকে।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি গ্রাফিক পোস্টে ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপার্সন লেখিকা সুধা মূর্তির ছবি শেয়ার করে মিথ্যে দাবি করা হয় তিনিই নাকি পার্লে-জি বিস্কুটের মোড়কের ছবির বাচ্চা মেয়ে। বুম ইমেল মারফত পার্লে প্রোডাক্টের সিনিয়র ক্যাটেগরি হেড ময়াঙ্ক শাহের সঙ্গে যোগাযোগ করলে তিনি ভাইরাল দাবিটি সঠিক নয় বলে জানান। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: ভবানীপুর উপনির্বাচন: বিভ্রান্তিকর দাবিতে ছড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের দরগায় প্রার্থনার ছবি
গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর ২০১৭ সালে নিজের গাড়ি থেকে লালবাতি খুলে নেওয়ার ভিডিও বিভ্রান্তিকর দাবিসহ সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়ানো হয়। গুজারাতের মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় রূপাণীর পদত্যাগের পর ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার হওয়ায় নেটিজেনরা সাম্প্রতিক ঘটনা বলে ভুল করেন। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: হায়দরাবাদে পুলিশের গণেশের মূর্তি সরানোর ভিডিও কেরলের বলে ভাইরাল
সিপিএম কর্মী সমর্থক সহ ২০১৮ সালের ২৯ জানুয়ারি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মনোনয়ন জমা দেওয়ার ছবি সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি সহ ছড়ানো হয়। ছবিটি ফেসবুকে পোস্ট করে দাবি করা হয় এটি মানিক সরকারের রাজনৈতিক কর্মসূচিতে ভিড়। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: বিটকয়েন দুর্নীতি বলে আজিম প্রেমজি, ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশানা করে ভুয়ো খবর
তামিলনাড়ুর নামাক্কল জেলায় একটি মন্দিরের নিচে মাটিতে চাপা পড়ে থাকা হিন্দু দেবতা নন্দীর একটি ছবি এই বলে শেয়ার করা হয় সেটি এক মসজিদের নিচে খনন কাজ চালানোর সময় পাওয়া গেছে। বুম দেখে আদতে তামিলনাড়ুর নামাক্কল জেলায় একটি মন্দিরে খনন কাজ চলাকালে নন্দীর মূর্তিটি পাওয়া যায়। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: মায়ানমারে সাম্প্রতিক সংঘর্ষ বলে ছড়াল চিনা নাটকের ভিডিও
পাকিস্তানের এক ইসলাম ধর্মের বিশেষজ্ঞ আরএসএস নিয়ে প্রশংসাসূচক বক্তব্যকে তালিবানের মুখ্য সচিবের বক্তব্য বলে চালিয়ে একটা ভিডিও দেখানো হয়। ভিডিওটিতে দেখা যায় পাকিস্তানের ইসলাম ধর্ম বিশেজ্ঞ খালিদ মেহমুদ আব্বাসি বিজেপি, আরএসএস সম্পর্কে তাঁর মন্তব্য পেশ করছেন। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: তালিবানপন্থী মহিলাদের বৈঠকে বোরখা পরা পুরুষের ভাইরাল ছবিটি কারসাজি করা