৫ ভুয়ো ফোড়ন: ত্রিশূল হাতে প্রিয়ঙ্কা গাঁধী থেকে নামাজের সময় হামলা
ত্রিশূল হাতে প্রিয়ঙ্কা গাঁধী থেকে নামাজের সময় হামলা—ভুয়ো দাবি সহ সোশাল মিডিয়ার সারা সপ্তাহের ৫ ভুয়ো খবর পড়ুন এক ঝলকে।
ত্রিশূল হাতে মন্দিরে পুজো করছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা এমন একটি ভুয়ো ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। বুম যাচাই করে দেখে ২০১৯ সালের মার্চ মাসে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার বিন্ধ্যবাসিনী মন্দিরে পূজা দেওয়ার সময় প্রিয়ঙ্কা গাঁধী বঢরার ছবিটি তোলা হয়। সে সময় তাঁর হাতে ত্রিশূল ছিল না। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: কয়লা ঘাটতি মেটাতে সরকার তৎপর দাবিতে পুরনো ভিডিও টুইট প্রকাশ জাভড়েকরের
গেরুয়া বসন ও পাগড়ী পরিবৃত জনতা জমায়েতের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে দাবি করা হচ্ছে সেটি বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে অসম-বাংলাদেশ সীমান্তে হিন্দুদের প্রতিবাদ। বুম যাচাই করে দেখে ছবিটি ২০১৯ সালে মেঙ্গালুরুj নেহেরু ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা নির্বাচনী প্রচারের জনসভা। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: নরেন্দ্র মোদীকে এক স্বাস্থ্যকর্মীর মধ্যমা দেখানোর ছবিটি সম্পাদনা করা
হাতকড়া বাঁধা অবস্থায় সাদা হিজাব পরিহিত এক মহিলার ছবি সোশল মিডিয়ায় শেয়ার করে মিথ্যে দাবি করা হয় মার্কিন কারাগারে যুদ্ধ অপরাধের অভিযোগে বন্দী পাকিস্তানের স্নায়ু বিজ্ঞানী আফিয়া সিদ্দিকি প্রয়াত হয়েছেন। বুম যাচাই করে দেখে মার্কিন কারাগারে থাকা আফিয়া সিদ্দিকির প্রয়াণ বলে মিশরের কালিমা আল শেরাফির ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: বাংলাদেশে সংঘর্ষের ভিডিও ছড়াল কলকাতার ঘটনা বলে
এক বাবা তাঁর নাবালিকা মেয়ে এবং এক মা তাঁর নাবালক ছেলেকে বিয়ে করেছে এই রকম দাবিসহ দুটি ছবির কোলাজ সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। বুম যাচাই করে দেখে ২০১৬ সাল থেকে বাবা ও মেয়ের ছবিটি ইন্টারনেটে রয়েছে। কোরান মুখস্থ সম্পূর্ণ করার পর মেয়ে ও ছেলের সঙ্গে তাঁদের বাবা মা ছবিগুলি তোলেন। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: সৌদি আরবের পেট্রল পাম্প কর্মীর অপহরণের ভিডিও বাদাউনের ঘটনা বলে ছড়াল
এক দল যুবককে পুলিশ ছত্রভঙ্গ করতে লাঠি-চার্জ করছে এমন এক ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে ভুয়ো দাবি করা হয় উত্তরপ্রদেশের রাস্তায় নামাজ পড়ার সময় মুসলিমদের উপর হামলার ঘটনা। বুম দেখে ভিডিওর দৃশ্যটি আসলে মধ্যপ্রদেশের জব্বলপুরের। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: ২০১৯ সালে বিজনৌরে মাদ্রাসায় অস্ত্র মেলার ছবি সাম্প্রতিক ঘটনা বলে ছড়াল