বাংলাদেশে দুর্গা পুজো মণ্ডপে কোরান রাখার অভিযোগে গত সপ্তাহে শুরু হওয়া সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারিয়েছেন ৭ জন। এই ঘটনাকে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় বিভিন্ন ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। সেসব ভুয়ো খবরের তথ্য-যাচাই নিয়েই এবারের সাপ্তাহিক ৫ ভুয়ো ফোড়ন।
সোশাল মিডিয়ায় ২০২১ সালের মে মাসে বাংলাদেশের ঢাকার পল্লবীতে জমি বিমাদকে ঘিরে হত্যার ঘটনাকে সাম্প্রদায়িক হিংসার সঙ্গে জোড়া হয়। ওই ভয়প্রদ কুপিয়ে খুন করার ঘটনা শেয়ার করে দাবি করা হয় সেটি যতন সাহাকে খুন করার দৃশ্য। বিজয়া সার্বজনীন দুর্গা মন্দিরে এবং ইসকন মন্দিরে হামলা চালানের সময় যতন সাহাকে নির্মম ভাবে হত্যা করা হয়। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: বিভ্রান্তি সহ বাংলাদেশের দুর্গা পুজো মণ্ডপ পশ্চিমবঙ্গের ঘটনা বলে ছড়াল
বাংলাদেশের রংপুরে দাঙ্গার সময় পুজো মণ্ডপে অগ্নিসংযোগের ঘটনা বলে সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। গণমাধ্যমের একাংশের খবরেও বাংলাদেশের হিংসার দৃশ্য ছবি বলে প্রতিবেদন প্রকাশ করা। বুম যাচাই করে দেখে ভিডিওটি আসলে ত্রিপুরার মরাছড়া বাজারে একটি অগ্নিকাণ্ডের ঘটনা। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: অসমে হোর্ডিংয়ে কালি লেপায় অভিযুক্ত বলে ছড়াল বাংলার অপরাধীর ছবি
এক ইসকন সন্নাসীর ইফতারের সময় মুসলিমদের খাবার পরিবেশনের ছবি ভুয়ো দাবি সহ সোশাল মিডিয়ায় ছড়িয়ে দাবি করা হয় তিনি বাংলাদেশের হিংসায় নিহত হয়েছেন।নদীয়ার মায়পুর ইসকনের সঙ্গে যোগাযোগ করে বুম জানতে পারে যে, ভাইরাল ছবিটি ২০১৬ সালে ইসকন মায়াপুর কেন্দ্রে তোলা। বুম আরও জানতে পারে ইভান অ্যান্টিক নামে ব্যক্তি বর্তমানে ক্রোয়েশিয়াতে জীবিত রয়েছেন। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: নবরাত্রির সাথে মিথ্যে দাবিতে জুড়ল অখিলেশ যাদবের খাবার দানের পুরনো ছবি
বাংলাদেশের নোয়াখালিতে এক দল জনতার একটি দুর্গাপুজোর মণ্ডপে ঢুকে তাণ্ডব চালানোর অস্বস্তিকর দৃশ্য সোশাল মিডিয়ায় ভুয়ো দাবি সহ ছড়িয়ে বলা হয় সেটি পশ্চিমবঙ্গে দুর্গোৎসবে তাণ্ডব চালানোর ছবি। বুম যাচাই করে দেখে দাঙ্গার সময় হামলা চালানো মণ্ডপটিতে বাংলাদেশের নোয়াখালি জেলার চৌমুহনীর ত্রিশূল পূজা মণ্ডপ। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: কংগ্রেসের কৃষক সমাবেশের ছাঁটাই ভিডিও টুইট করলেন সম্বিত পাত্র
২০১৮ সালে টাঙ্গাইলের কালিহাতীতে হাত-পা বাঁধা এক মাদ্রাসা শিক্ষকের মৃতদেহ উদ্ধারের ছবি বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসার প্রেক্ষিতে ভুয়ো দাবি সহ ছড়ানো হয়। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: রাজনাথ সিংহের দাবি মতো, গাঁধী কি সাভারকারকে ক্ষমা পত্র পাঠাতে বলেন?