উত্তরপ্রদেশের প্রস্তাবিত জনসংখ্যা নিয়ন্ত্রণ বিলের পরিপ্রেক্ষিতে একজন বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি ও তাঁর পরিবারের একটি ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। প্রশান্ত প্যাটেল উমরাও নামের এক ব্যক্তি ছবিটি শেয়ার করে টুইটারে লেখেন, "দু পায়ে ভালোভাবে হাঁটতে না পারলেও, উনি ৮ টি সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু তাদের খাদ্য ও চাকরির ব্যবস্থা করার দায়িত্ব সরকারের।" বুম যাচাই করে দেখে পোলিও আক্রান্ত হওয়া ওই ব্যক্তির ছবিটি ২০১৭ সালে বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে তোলা হয়। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: না, এটি বাঁধের উপর আসল মিগ যুদ্ধ বিমানের অবতরণ নয়
সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে জিও ছাপ ছাতা মাথায় সাংবাদিক বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুয়ো দাবি করে একটি ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। নেটিজেনদের অনেকে ছবিটি পোস্ট করে প্রধানমন্ত্রী মোদীর ভূমিকার সমালোচনা করেন। বুম যাচাই করে দেখে আসল ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কালো রঙের লোগোবিহীন এক ছাতা ব্যবহার করতে লক্ষ্য করা যায়। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: পেট্রোলের দামে রাজ্যের শুল্ক কি কেন্দ্রের চেয়ে বেশি? একটি তথ্য যাচাই
ভারতের উদ্বোধন হওয়া অটল টানেলের ছবি দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্রের এক সুড়ঙ্গের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। বুম যাচাই করে দেখে ওই টানেলটি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভিলস স্লাইড বা টম ল্যান্টস টানেলের। সানফ্রান্সিসকো থেকে আনুমানিক ১৫ কিলোমিটার দক্ষিণে এবং ক্যালিফোর্নিয়ার বে এরিয়ার প্যাসিফিকা ও মনটারার মাধ্যমে সংযোগ স্থাপন করে এই টানেল। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: আফগান রাষ্ট্রদূতের মেয়ে বলে ভাইরাল হল পাকিস্তানি টিকটক তারকার ছবি
হিমাচল প্রদেশের এক কংগ্রেস বিধায়কের ভাষণ ভুয়ো দাবি সহ শেয়ার করে বলা হল নেপালের এক সাংসদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন। ৫ মিনিট ৩৫ সেকেন্ডের ওই ক্লিপটিতে ওই নেতাকে প্রথানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত খরচ, নোট বাতিল ও পেট্রোলের মূল্যবৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সমালোচনা করতে দেখা যায়। বুম দেখে ভিডিওর ব্যক্তি হলেন হিমাচল প্রদেশের কিন্নৌরের কংগ্রেস বিধায়ক জগৎ সিংহ নেগি। তিনি হিমাচল প্রদেশের বিধানসভায় ভাষণ দিচ্ছিলেন। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: ২০১৯ সালে গুজরাতে ধৃত দুষ্কৃতীর ছবি বিভ্রান্তি সহ হালের ঘটনা বলে ছড়াল
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ২০১৭ সালের মে মাসে কিউবার রাজধানী হাভানার রাস্তায় জনগনের সমবেত হওয়ার ছবি সোশাল মিডিয়ায় কিউবাতে সাম্প্রতিক প্রতিবাদ-বিক্ষোভ বলে শেয়ার করা হয়। ভাইরাল হওয়া ছবিটিতে এক দল মানুষের জমায়েতে ফিদেল কাস্ত্র সহ অন্যান্য বামপন্থী নেতাদের পতাকা নিয়ে এগিয়ে যেতে দেখা যায়। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: পোস্টের মিথ্যে দাবি দানিশ সিদ্দিকি মুনাফা পেতে শবদহনের ছবি বিক্রি করেন