Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

৫ ভুয়ো ফোড়ন: পাকিস্তানের যানযট হল ভারতের, প্রিয়া সোনা জিতল অলিম্পিকে?

পাক যানযট হল হিমাচলের, অলিম্পিকে সোনা প্রিয়া মালিকের—ভুয়ো দাবি সহ সোশাল মিডিয়ার সারা সপ্তাহের ৫ ভুয়ো খবর পড়ুন এক ঝলকে।

By - BOOM FACT Check Team | 30 July 2021 6:47 PM IST

হিমাচল প্রদেশে যানজটের জেরে স্তব্ধ হাইওয়ের রাস্তা মিথ্য়ে দাবিতে সোশাল মিডিয়ায় শেয়ার করা হল পাকিস্তানের নারান-কাঘান উপত্যকাগামী রাস্তার ভিডিও। হিমাচল প্রদেশে সাংলা উপত্যকার কিন্নুরে ২৫ জুলাই এক ভয়ঙ্কর ভূমিধসে ৯ জন পর্যটক মারা যান, আহত হন আরও বেশ কয়েক জন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল।এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে

আরও পড়ুন: ২০২০ মমতা বন্দ্যোপাধ্যায়ের লকডাউন বিধির ভিডিও ভুয়ো দাবিতে ভাইরাল


বুদাপেস্টে অনুষ্ঠিত কুস্তি প্রতিযোগিতা কেডেট ওয়ার্ল্ড চ্যাম্পিয়েনশিপে ভারতীয় প্রতিযোগী প্রিয়া মালিকের সোনা জয়ের খবরটি বিভ্রান্তিকর দাবিসহ সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়। প্রতিবছর অনুষ্ঠিত কেডেট ওয়ার্ল্ড চ্যাম্পিয়েনশিপ কুস্তি প্রতিযোগিতায় অংশ নেন ১৬ থেকে ১৭ বছর বয়সী মেয়েরা। একই সঙ্গে জাপানের টোকিওতে অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় অনেকেই দুটি আলাদা প্রতিযোগিতাকে ভুল করে এক ভেবে ফেলেন। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে

আরও পড়ুন: ২০১৫ সালে মোঙ্গোলিয়ার ভিডিওকে বলা হল টোকিও অলিম্পিকে সূর্য নমস্কার


২১ জুলাই, ২০২১ কুরবানির পরব ইদ-আল-আজহার পরের দিন থেকে রক্ত মিশ্রিত জমে থাকা জলের পুরনো ছবি সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি দাবি সমেত শেয়ার করা হয় ফেসবুক ও টুইটারে। ওই ছবির সঙ্গে ভারতের কোনও সম্পর্ক নেই। ২০১৬ সালে বাংলাদেশের ঢাকায় অতি বৃষ্টিতে বিপর্যস্ত নিকাশি ব্যবস্থার ও বরাদ্দ জায়গায় কুরবানি না দেওয়ার ফলে পরবে উৎসর্গ করা পশুর রক্ত মিশে জলের স্রোতের রঙ লাল হতে দেখা যায়। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে

আরও পড়ুন: চাঁদের বুকে আছড়ে পড়ল গ্রহাণু ভুয়ো দাবিতে ছড়াল কৃত্রিম ভিডিও


প্লাবিত জামাকাপড়ের শোরুমের এক ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে মিথ্যে দাবি করা হয় কয়েকদিনের ভারী বর্ষণের পর মুম্বইয়ের বর্তমান অবস্থা দেখা যাচ্ছে ছবিটিতে। ভাইরাল ছবিটিতে পুরুষদের স্যুটের সারি জলে ডুবে থাকতে দেখা যায়। বুম যাচাই করে দেখে ছবিটি ২০১৯ সালে বিহারের পাটনার হাথওয়া বাজার এলকায় প্লাবিত এক রেমন্ড শোরুমের ভেতরের দৃশ্য। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে

আরও পড়ুন: ২০১৫ সালে মোঙ্গোলিয়ার ভিডিওকে বলা হল টোকিও অলিম্পিকে সূর্য নমস্কার


২০১৯ সালে উচ্চমাধ্যমিকে সাঁওতালি মাধ্যমে প্রথম হওয়া অনিমা মুর্মুর ছবি মিথ্যে দাবিতে সোশাল মিডিয়ায় শেয়ার করে বলা হল তিনি ২০২১ সালে উচ্চমাধ্যমিকে সাঁওতালি মাধ্যমে প্রথম হয়েছেন। ছবিটি ফেসবুকে শেয়ার করেন ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিকি। বুম যাচাই করে দেখে বাঁকুড়ার জঙ্গল মহল ব্লকের রাইপুরের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক উচ্চবিদ্যালয় থেকে যুগ্মভাবে ২০১৯ সালে প্রথম হয়েছিলেন অনিমা মুর্মু ও সনকা হেমব্রম। ২০২১ সালে সাঁওতালি মাধ্যমে প্রথম হওয়া ছাত্র-ছাত্রীর নাম প্রকাশিত হয়নি গণমাধ্যমে। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে

আরও পড়ুন: মৃত্যু বার্ষিকীতে মিথ্যে দাবিতে ছড়াল প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের ছবি

Tags:

Related Stories