ভারতের মূল ধারার গণমাধ্যমের একাংশ অলিম্পিকে অংশ নেওয়া পাকিস্তানি জ্যাভলিন প্রতিযোগী আরশাদ নাদিমের ভেক ধরা ভুয়ো টুইটার অ্যাকাউন্টের খপ্পরে পড়ে। টোকিও অলিম্পিকে জ্যাভলিনে ভারতীয় প্রতিযোগী নীরজ চোপড়ার ঐতিহাসিক সোনা জয়ের পরই নীরজের প্রশংসা করা আরশাদ নাদিমের ভুয়ো টুইটার অ্যাকাউন্টটি নিয়ে এই বিভ্রান্তির শিকার হয় ভারতীয় গণমাধ্যম। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: পাকিস্তানে হিন্দু মন্দির ভাঙার ভিডিও পশ্চিমবঙ্গের বলে চালানো হল
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া অন্য একটি গ্রাফিক পোস্টে মিথ্যে দাবি করে বলা হয় নতুন সালের শুরু থেকে রাজ্যে জিও নেটওয়ার্ক বন্ধ করে দেবে জানিয়েছে কেরল সরকার। বুম যাচাই করে দেখে রাজ্য সরকারের তরফে কোনও রাজ্যে টেলিকম নেটওয়ার্ক বন্ধ করার দাবটি বিভ্রান্তিকর। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: গুজরাতের আমদাবাদে রাস্তায় ধসের ছবি ছড়াল উত্তরপ্রদেশের বারাণসীর বলে
সপ্তাহব্যাপী টানা অতি বর্ষণের ফলে হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়। সেই প্রেক্ষিতে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ২০১৭ সালের অগস্ট মাসে বন্যার সময় জলে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বন্যাকবলিত এলাকা পরিদর্শনের ছবি বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হয় সোশাল মিডিয়ায়। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: মেক্সিকোয় কুমীরের কামড়ে মহিলার মৃত্যুর ভিডিও ছড়াল ভারতের বলে
টোকিও অলিম্পিকে জ্যাভলিন ছোঁড়া প্রতিযোগিতায় সোনা জয়ী নীরজ চোপড়ার নামে ভেক ধরা টুইটার অ্যাকাউন্টের ভুয়ো টুইট ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। ওই ভুয়ো টুইটে নীরজের সোনা জয়ের সাফল্য নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করা হয়। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: মালায়লি অভিনেত্রীর ছবি ছড়াল দেশের ধর্ম ও জাতিবিহীন মহিলা স্নেহা বলে
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক ব্যক্তিকে চুমু খাওয়ার ভঙ্গিমায় দেখা যায়। বুম যাচাই করে দেখে আসল ছবিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অমিত শাহের নাতনিকে 'হামি' খেতে দেখা যায়। ২০১৯ সালের এপ্রিল মাসে গুজরাতের আমদাবাদে তোলা ছবিটিকে বিকৃত করা হয়েছে। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে বেআইনি বাড়ি ভাঙার ভিডিও মসজিদ ভাঙা হচ্ছে বলে ভাইরাল