ব্যঙ্গের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সহ দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতার একটি ভুয়ো ছবি শেয়ার করা হয় যার ইংরেজিতে লেখা শিরোনামের অর্থ, "পৃথিবীর শেষতম আশা।" আর নিচের উপশিরোনামে লেখা হয়েছে, "বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে শক্তিশালী নেতা আমদের আর্শীবাদ করতে এসেছেন।" এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: হাইওয়েতে রুশ বিমানের জরুরি অবতরণ দাবিতে ভাইরাল ভিডিও গেমের দৃশ্য
বুক সমান জলে দাঁড়িয়ে ঘরের ভেতর এক ব্যক্তির তাঁর স্ত্রীকে সাঁতার শেখানোর ভিডিওকে সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হচ্ছে। রাজ্যের দক্ষিণবঙ্গের বিভিন্ন জলায় অতি বৃষ্টিতে প্লাবনের পরিস্থিতি তৈরি হওয়ায় ওই দৃশ্যটিকে পশ্চিমবঙ্গের বন্যার সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা হচ্ছে। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: ২০১৯ সালের 'হাউডি মোদী' ভিডিও প্রধানমন্ত্রী মোদীর মার্কিন সফরে অভ্যর্থনা বলে ছড়াল
বাংলা স্বল্পদৈর্ঘ্যের সিনেমা "হরে কৃষ্ণ" ২০২১ সালে "কান চলচ্চিত্র উৎসবে সেরা বাংলার শর্ট ফিল্ম" এই বিভ্রান্তিকর দাবি সহ বাংলার মূল ধারার গণমাধ্যমগুলিতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বুম দেখে অগস্ট মাসে কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল নামের ওয়েবসাইট দ্বারা শর্ট ফিল্ম 'হরে কৃষ্ণ' সেরা ভারতীয় সিনেমার তকমা পেয়েছে। আমরা দেখি কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল ও ঐতিত্যবাহী কান উৎসব এক নয়। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: না, এইগুলি প্রধানমন্ত্রী মোদীর সফরের এয়ার ইন্ডিয়া বিমানের অন্দরসজ্জা নয়
ফোটোশপ করা এক কৌতুক ছবি ছড়িয়ে দাবি করা হয় মাটিতে শুয়ে পড়া এক আলোকচিত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি তুলছে যখন তিনি সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নির্মাণস্থল পরিদর্শন করছিলেন। বুম দেখে ছবি দুটি আলাদা। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: ভারত বন্ধের খণ্ডচিত্র বলে ছড়াল বিভ্রান্তিকর সম্পর্কহীন পুরনো ছবি
দিল্লিতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে স্থানীয় লোকেরা পেটায়। ওই ঘটনার ভিডিও মিথ্যে দাবি সহ সোশাল মিডিয়ায় ছড়িয়ে দাবি করা হয় অভিযুক্ত ব্যক্তি আমআদমি দলের বিধায়কের সোশাল মিডিয়া প্রচার কর্মী আক্রম খান। বুম দেখে ভিডিওর অভিযুক্ত ব্যক্তি এক কারখানার শ্রমিক দীপেশ। পরে তাকে দিল্লি পুলিশ গ্রেফতার করে। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: বাংলাদেশের ভিডিও ভুয়ো সাম্প্রদায়িক দাবি সহ ভারতে ভাইরাল