সদ্যপ্রয়াত মানবাধিকার কর্মী স্ট্যান স্বামীকে হাসপাতালের বেডে শিকল বাঁধা অবস্থায় রাখা হয়েছিল, এই ভুয়ো দাবিতে একটি ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। বুম দেখে ভাইরাল ছবি আদৌ স্ট্যান স্বামীর নয়। ভাইরাল ছবিটি খুনের দায়ে দণ্ডপ্রাপ্ত ৯২ বছর বয়সী আসামী বাবুরাম সিংহের। উত্তরপ্রদেশের ইটাহ জেলায় হাসপাতালে ২০২১ সালের মে মাসে চিকিৎসা চলাকালীন তাঁর পা চেন দিয়ে বেঁধে রাখা হয়। বুমের বিস্তারিত তথ্য-যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: বিহারে ফাঁকা সিরিঞ্জ দিয়ে টিকা দিলেন এক নার্স: এটা কী বিপজ্জনক?
নাটকীয় কায়দায় গুজরাতের এক ধাবায় সাদা পোশাকে থাকা পুলিশদের এক ফেরার দুষ্কৃতীকে ধরার ভিডিওকে মিথ্যে দাবি সহ বেঙ্গালুরু বা দিল্লির মূল দাঙ্গাকারী সিরাজ হোসেন গ্রেফতার বলে ভুয়ো দাবি করা হয় ফেসবুকে। বুম গুজরাতের ভারুচ ও আমদাবাদ পুলিশের সঙ্গে কথা বলে জানতে পারে ওই ব্যক্তি গুজারাতের মধ্যেই নানা অপরাধের সঙ্গে যুক্ত থাকায় অভিযুক্ত। ওই রাজ্যের বাইরে কোনও দাঙ্গায় অভিযুক্ত বলে তাঁদের কাছে কোনও খবর নেই বলে জানান বুমকে। বুমের বিস্তারিত তথ্য-যাচাই পড়ুন এখানে ও এখানে।
আরও পড়ুন: মাস্ক পরা নিয়ে সরকারের পুরনো প্রচার ভিডিও বিভ্রান্তিকর দাবিতে ভাইরাল
জওহরলাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ চিনের জাতীয় সঙ্গীত গাইছেন এই ভুয়ো দাবিতে একটি ভিডিও ব্যাপকভাবে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। বুম দেখে ঐশী ঘোষ চিনের জাতীয় সঙ্গীত গাননি। এবছরের জুন মাসে আসানসোলের রেড ভলেন্টিয়ার্স পরিচালিত "চে কিচেন" পরিদর্শনে গিয়ে ঐশী "আস্তা সিয়ামপ্রে" স্প্যানিশ গান পরিবেশন করেন। ওই একই গান গাওয়ার ভিডিওটির সঙ্গে আরও অন্যান্য গান সম্পাদনা করে ভুয়ো দাবি সহ সোশাল মিডিয়ায় ছড়ানো হয়েছিল। বুমের বিস্তারিত তথ্য-যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: কানাডায় তাপপ্রবাহে দাবানল বলে গণমাধ্যম দেখাল ২০০৭ সালের গ্রিসের ছবি
সদ্য প্রয়াত বলিউড তারকা দিলীপ কুমারের হাসপাতালের বেডে শায়িত একটি পুরনো ভিডিও সোশাল মিডিয়ায় মিথ্যে দাবি সহ ভাইরাল হয়। ভিডিওটিকে বিনোদন গণমাধ্যমের একাংশ ও নেটিজেনরা শেষ মুহূর্তের দৃশ্য বলে ভুল করেন। বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি ২০১৩ সালের। ওই বছরের সেপ্টেম্বর মাসে দিলীপ কুমার হৃদযন্ত্রের সমস্যা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন। বুমের বিস্তারিত তথ্য-যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: হাইতিতে বিমান ভেঙে পড়া বলে গণমাধ্যম দেখাল ২০১৮ সালের হন্ডুরাসের ছবি
গরমের হাত থেকে বাঁচাতে একটি হাতি এক সিংহ শাবককে শুঁড়ে চাপিয়ে জঙ্গলের রাস্তা পেরিয়ে নিয়ে যাচ্ছে এরকম মনগড়া কাহিনী সমেত একটি সম্পাদিত ছবি সোশাল মিডিয়ায় বছরের সেরা ছবি বলে শেয়ার করা হচ্ছে। বুম দেখে নাদাভ অ্যাসেনড্রাইভার নামে এক ব্যক্তি তিনটি সম্পর্কহীন ছবিটি ফোটোশপ করে তৈরি করে ২০১৮ সালের "এপ্রিল ফুল ডে"-তে টুইটারে পোস্ট করেন। বুমের বিস্তারিত তথ্য-যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: না, এটি সোনিয়া গাঁধীর সাথে বোফর্স কাণ্ডের ওট্টাভিও কোয়াত্রুচি ছবি নয়