৬ সেপ্টেম্বর ২০২১, আফগানিস্তানের উত্তরপূর্বের প্রদেশ পঞ্জশির তালিবান বাহিনী দখল করার খবর প্রকাশ হওয়ার পর ভারতের একাধিক গণমাধ্যম সম্পর্কহীন ভিডিওকে পাকিস্তানের ড্রোন হানা বলে দাবি করে সম্প্রচার করে। মার্কিন বিমান এফ-১৫ একটি যুদ্ধবিমানের প্রশিক্ষণ নেওয়ার ভিডিওকে একই দাবি সহ দেখায় টাইমস নাউ (Times Now) চ্যানেল। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: ভারতীয় সৈনিকরা কি বিজেপি-আরএসএস বিরোধী স্লোগান দিলেন? একটি তথ্যযাচাই
হিন্দি খবরের চ্যানেল টিভি৯ ভারতবর্ষ ভিডিও গেম আর্মা-৩ থেকে নেওয়া একটি সম্পাদিত দৃশ্যকে আফগানিস্তানের পঞ্জশিরে পাকিস্তানের ড্রোন হানা বলে সম্প্রচার করে। এই একই দৃশ্য ২০২০ সালে টিভি৯ ভারতবর্ষ আর্মেনিয়া ও আজারবাইজানের যুদ্ধ বলে সম্প্রচার করেছিল। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: বিভ্রান্তিকর দাবিতে ছড়াল রাকেশ টিকাইতের "আল্লা হু আকবর" ধ্বনি ভিডিও
একটি মার্কিন এফ-১৬ ফাইটিং ফ্যালকন বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় প্রশিক্ষণ চলাকালে অবতরণ করতে গিয়ে ভেঙ্গে পড়ে। ইন্ডিয়া টুডে এই দৃশ্য দেখিয়ে দাবি করে প্রতিরোধ বাহিনী পাকিস্তানের জেট নামিয়েছে। এবিষয়ে বুমের বিস্তারিত তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: ২০১৮ সালে মজদুর কিশান সংঘর্ষ র্যালির ছবিকে বলা হল দিল্লিতে কৃষকদের ঢল
হিন্দি সংবাদ চ্যানেল জি হিন্দুস্তান একটি পুরনো ভিডিও সম্প্রচার করে যেখানে একটি বাচ্চা মেয়েকে মেশিনগান থেকে গুলি ছুঁড়তে এবং ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা যায়। চ্যানেলটি দাবি করে এটি সম্প্রতি আফগানিস্তানের পঞ্জশিরে তালিবান বাহিনীর বিরুদ্ধে ঘটতে থাকা প্রতিরোধের লড়াইয়ের দৃশ্য। বুম দেখে ভিডিওটি পুরনো এবং এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: না, 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগানের জন্য মধ্যপ্রদেশ সরকার বস্তি ভাঙেনি
আফগানিস্তানের পঞ্জশির উপত্যকায় তালিবান বনাম প্রতিরোধ যোদ্ধাদের যে তুমুল সংঘাত চলছে, তার প্রেক্ষিতে রিপাবলিক টিভি এবং হিন্দি চ্যানেল জি-হিন্দুস্তান আর্মা-৩ নামে একটি ভিডিও গেম-এর দৃশ্য দেখিয়ে দাবি করে এটি তালিবান-বিরোধী যোদ্ধাদের উপর পাকিস্তানের বিমান-হানার দৃশ্য। রিপাবলিক টিভি ভিডিওটি পোস্ট করে শিরোনাম দেয়—পাক বাহিনী পঞ্জশিরে নর্দার্ন অ্যালায়েন্স-এর বিরুদ্ধে তালিবানকে লড়াইয়ে সাহায্য করছে। এবিষয়ে বুমের তথ্য যাচাই পড়ুন এখানে।
আরও পড়ুন: পাকিস্তানে এক ব্যক্তির বিদ্যুৎচুরির স্বীকারক্তি ছড়াল ভারতের ঘটনা বলে